https://powerinai.com/

অপারেটিং সিস্টেম মাইক্রোফিউসিয়ার পরীক্ষা চালাবে গুগল

অপারেটিং সিস্টেম মাইক্রোফিউসিয়ার পরীক্ষা চালাবে গুগল অপারেটিং সিস্টেম মাইক্রোফিউসিয়ার পরীক্ষা চালাবে গুগল
 
ফিউসিয়া গুগলের একটি ওপেন-সোর্স অপারেটিং সিস্টেম (ওএস)। সম্প্রতি অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য এর কাট-ডাউন ভার্সন ‘মাইক্রোফিউসিয়া’র পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে গুগল।

ভবিষ্যতে ল্যাপটপ ও স্মার্ট হোম ডিভাইসের জন্য ফিউসিয়া ওএস আনতে যাচ্ছে এ প্রযুক্তি জায়ান্ট। নিরাপত্তার স্বার্থে প্রাথমিকভাবে ভার্চুয়াল মেশিনে মাইক্রোফিউসিয়ার পরীক্ষা চালানো হবে।

ভার্চুয়াল মেশিন মূলত কমপিউটারের সফটওয়্যারভিত্তিক সিমুলেশন, যেখানে আলাদা পরিবেশে বাস্তবে কমপিউটারের মতোই বিভিন্ন অ্যাপ ও অপারেটিং সিস্টেমের পরীক্ষা চালানো যায়। 

ভার্চুয়ালাইজেশন সমাধানে মাইক্রোফিউসিয়া ডিজাইন করা হয়েছে। অ্যান্ড্রয়েড ডিভাইসের নির্দিষ্ট ফাংশনের নিরাপত্তা আরো জোরদার করতে একে উন্নয়ন করা হচ্ছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানিটি।
এ লক্ষ্যে কয়েক বছর ধরে গবেষণা চালিয়ে যাচ্ছে তারা। ২০২১ সালে প্রথম প্রজন্মের ভার্চুয়াল মেশিন নেস্ট হাবের মাধ্যমে ফিউসিয়া উন্মোচন করা হয়োছল।

প্রযুক্তিবিদদের ধারণা, ভবিষ্যতে ফিউসিয়া ওএস বহুল বর্তমানে বহুল ব্যবহৃত অ্যান্ড্রয়েডের জায়গা নিতে পারে। এখন পর্যন্ত গুগল যেসব অপারেটিং সিস্টেম তৈরি করেছে, তার সবই লিনাক্স কারনেলের ওপর ভিত্তি করে নির্মিত।

তবে ফিউসিয়া তৈরি করা হয়েছে ম্যাজেন্টা এবং লিটল কারনেলের ওপর ভিত্তি করে। এর আগে গুগল পিক্সেলের ক্রোম বুকস এবং গুগল নেস্ট হাব স্মার্ট হোম ডিভাইসের জন্য ফিউসিয়ার বেশকিছু ভার্সন এনেছিল কোম্পানিটি। প্রসঙ্গত, গুগল বিশ্বের জনপ্রিয় দুই অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ও ক্রোমওএসের নির্মাতা।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।