https://powerinai.com/

রোবটে নিজের চেহারা দিলেই মিলবে কোটি টাকা

রোবটে নিজের চেহারা দিলেই মিলবে কোটি টাকা রোবটে নিজের চেহারা দিলেই মিলবে কোটি টাকা
 
‘দয়ালু ও বন্ধুত্বপূর্ণ’ চেহারা খুঁজছে রোবট নির্মাতা প্রতিষ্ঠান প্রোমোবট একটি! সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে পরবর্তী হিউম্যানয়েড রোবটের জন্য এমন চেহারার খোঁজ করছে প্রতিষ্ঠানটি।

যিনি নিজের ‘চেহারা’ চিরতরে ব্যবহার করতে দেবেন, তিনি পাবেন কোটি টাকা। একটি রোবটকে নিজের মুখ ধার দেওয়ার বিষয়টি সিনেমা বা কোনো কল্পবিজ্ঞানের কাহিনির মতো মনে হলেও বাস্তবে কিন্তু শিগ্গির এমন দিন আসতে চলেছে। 

২০২৩ সাল থেকে বিভিন্ন হোটেল, শপিংমল এবং বিমানবন্দরগুলোতে সহায়তাকারী হিসাবে কাজ করবে হিউম্যানয়েড রোবটগুলো।
যারা তাদের চেহারা ব্যবহার করতে দিতে ইচ্ছুক, তাদের দুই লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় এক কোটি ৭০ লাখের বেশি) দেওয়ার প্রস্তাবও দিয়েছে।

প্রোমোবটের তৈরি রোবটগুলো এরই মধ্যে বিশ্বের ৪৩টি দেশে নানা কাজে ব্যবহৃত হচ্ছে। প্রোমোবট জানিয়েছে, আমাদের কোম্পানি ফেশিয়াল রিকগনিশন, বাকপটুতা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্সের অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তির বিকাশ ঘটিয়েছে।

নিজের ‘চেহারা’ চিরতরে ব্যবহার করতে দিতে যারা ইচ্ছুক, তারা খুব সহজেই প্রোমোবটের অনলাইনে গিয়ে নিবন্ধন করতে পারবেন। 







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।