প্রতিষ্ঠার ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৩ সালে ১৫টি দেশে মোট ২১টি টার্নকি প্রকল্প বাস্তবায়ন করেছে শস্য, ফিড ও পাস্তা প্রক্রিয়াকরণের প্রযুক্তিতে বিশেষায়িত শীর্ষস্থানীয় গ্লোবাল গ্রুপ আলাপালা।
ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ১২০টি দেশে প্রায় ১ হাজার প্রকল্প বাস্তবায়ন করেছে। ২০২৪ সালের মধ্যে এক হাজার ৫০টি প্রকল্প বাস্তবায়নের (পোর্টফোলিও) মাইলফলক স্পর্শ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন হোল্ডিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোরকেম আলাপালা।
তিনি জানিয়েছেন, গত অর্থবছরে (২০২৩) আলাপালা ৯১ মিলিয়ন মার্কিন ডলারের রাজস্ব আয় করেছে। বর্তমানে ৪৫টিরও বেশি প্রকল্প চলমান রয়েছে, যার ভ্যালু ১১৮ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ।
আলাপালা মোট ৪.২০০ টিপিডি মিলিং ক্ষমতাসহ বাংলাদেশে এখন পর্যন্ত ৭টি টার্নকি রেফারেন্স (প্রকল্প) সম্পূর্ণ করেছে। এছাড়া চলতি বছরের দ্বিতীয়ার্ধে আরও বেশ কিছু প্রকল্পের কাজ শেষ হবে।
০ টি মন্তব্য