বিশ্বের প্রথম সাধারণ কাজে ব্যবহারের জন্য মানুষের মত দেখতে পূর্ণাঙ্গ রোবট বানিয়ে তাক লাগিয়ে দিলো চীনের হিউম্যানয়েড রোবটিকস ইনোভেশন সেন্টার।
গত বৃহস্পতিবার দেশটির সাংহাইতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এআই কনফারেন্স-২০২৪ এ উন্মোচন করা হয় এ রোবটটি। এটি ভয়েস কমান্ডের মাধ্যমে সব ধরনের কাজ করতে সক্ষম।
হেলদি লুঙ নামের রোবটটির নির্মাতা সাংহাই-ভিত্তিক জাতীয় এবং স্থানীয় সহ-নির্মিত হিউম্যানয়েড রোবটিক্স ইনোভেশন সেন্টার দ্বারা তৈরি করা হয়েছে।
এটি মানুষের মত যেকোনো স্থানে নিজের ভারসাম্য বজায় রেখে হাঁটা চলা করতে সক্ষম বলে দাবি নির্মাতা প্রতিষ্ঠান হিউম্যানয়েড রোবটিকস ইনোভেশন সেন্টারের।
এছাড়া সামনে যেকোন বাধা আসলে নিজেকে সামলেও নিতে পারবে। এরই মধ্যে রোবোটের বুদ্ধিমত্তাকে বাড়াতে প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি।
তারা জানায়, আগামী ৫ থেকে ১০ বছর পরে এটি আরও উন্নত এবং শক্তিশালী হবে। গৃহস্থালির এবং কর্মক্ষেত্রের কার্যসম্পাদন করতে পারবে রোবটটি।
চলতি বছর চার দিনের ওয়ার্ল্ড এআই কনফারেন্সে টেসলা এবং মাইক্রোসফ্টের মতো বিশ্বের বড় বড় সব টেক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
০ টি মন্তব্য