https://powerinai.com/

‘সিএমএফ ফোন ১’ আনল আলোচিত নাথিং কোম্পানি

‘সিএমএফ ফোন ১’ আনল আলোচিত নাথিং কোম্পানি ‘সিএমএফ ফোন ১’ আনল আলোচিত নাথিং কোম্পানি
 
ফোনের জগতে আলোচিত নাম নাথিং। এই কোম্পানি দুনিয়ার প্রথম স্বচ্ছ ফোন এনে সাড়া ফেলেছিল। সেই নাথিং কোম্পানির সাব-ব্র্যান্ড সিএমএফ তাদের প্রথম ফোন আনল।

যার মডেল সিএমএফ ফোন ১। এটি একটি ফাইজ জি কানেক্টিভিটির স্মার্টফোন। এই রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা।

বাজেট-ফ্রেন্ডলি দামে এই স্মার্টফোন লঞ্চ করেছে নাথিং। ভারতে এই হ্যান্ডসেটের দাম ১৬ হাজার রুপি। এই ফোন মিলবে ভেগান লেদার ফিনিশ।

স্মার্টফোনের রিয়ার সেকশন কাস্টমাইজ করা যাবে বলে জানিয়েছে নাথিং। এই ফোনের দুইটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে।

একটিতে পাবেন ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। অন্যটি কেনা যাবে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজে। ফোনের পাশাপাশি রিমুভেবেল ব্যাক কভারও লঞ্চ করেছে নাথিং, যা একাধিক রঙে কিনতে পারবেন। 

এই স্মার্টফোনে পাবেন ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলিড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৭০০ নিটস পিক ব্রাইটনেস।
পাঞ্চ-হোল ডিজাইন রয়েছে ফোনে। কোম্পানি জানিয়েছে, কিছু মাস পর নতুন ফোন কেনার দরকার নেই। শুধু ব্যাক কভার বদলালেই নতুন লুক দেবে এই স্মার্টফোন। 

ফোনে দেওয়া হয়েছে ৬ জিবি এবং ৮ জিবি ব়্যাম। ইন্টার্নাল স্টোরেজ ক্যাপাসিটি পাওয়া যাবে সর্বোচ্চ ১২৮ জিবি। তবে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২ টিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

প্রসেসর পাওয়া যাবে মিডিয়াটেক ডায়মেনসিটি ৭৩০০জি। এটি একটি ৪ এনএম প্রসেসর, যার ক্লক স্পিড ২.৫ গিগাহার্টজ। 

ফটোগ্রাফির জন্য ব্যাকে পাবেন ৫০ মেগাপিক্সেল সোনি ক্যামেরা এবং সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় পাবেন আলট্রা এক্সডিআর এবং এআই ভিভিড মোড।

সিএমফ ফোন ১ মডেলেব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ৫০০০ এমএএইচ। চার্জিং ক্যাপাসিটি এখনও স্পষ্ট নয়। অপারেটিং সিস্টেম পাওয়া যাবে অ্যানড্রয়েড ১৪ সফটওয়্যার।

যদিও কোম্পানি জানিয়েছে, অ্যানড্রয়েড ১৬ ভার্সন পর্যন্ত স্মার্টফোন আপডেট করা যাবে এবং তিন বছর পর্যন্তই মিলবে সিকিউরিটি প্যাচ আপডেট। স্মার্টফোনে পাবেন ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।