https://powerinai.com/

এশিয়ার সবচেয়ে দামি কোম্পানি টিএসএমসি

এশিয়ার সবচেয়ে দামি কোম্পানি টিএসএমসি এশিয়ার সবচেয়ে দামি কোম্পানি টিএসএমসি
 
ট্রিলিয়ন ডলারের কোম্পানির তালিকায় প্রবেশ করেছে তাইওয়ানের চিপ জায়ান্ট টিএসএমসি। এর ফলে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির তালিকায় এবং এশিয়ার সবচেয়ে দামি কোম্পানির খেতাব পেয়েছে কোম্পানিটি। 

টেসলাকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি কোম্পানির তালিকায় সপ্তম অবস্থানে উঠে এসেছে কোম্পানিটি। বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি ১০টি কোম্পানির তালিকায় নেতৃত্ব দিচ্ছে মাইক্রোসফট ও অ্যাপল।

আর তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এআই চিপ জায়ান্ট এনভিডিয়া, যেখানে ওয়াল স্ট্রিটে আবারও তিন ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক বাজারমূল্য ছাড়িয়েছে কোম্পানিটি। 

এ তালিকায় পরবর্তী অবস্থান যথাক্রমে গুগল ও অ্যামাজনের, যারা সম্প্রতি দুই ট্রিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।
তালিকায় ষষ্ঠ অবস্থানে নেমে গেছে সৌদি তেল জায়ান্ট ‘আরামকো’, যেখানে পরবর্তী অবস্থান যথাক্রমে টিএসএমসি ও টেসলার। 

জেনারেটিভ এআই প্রযুক্তির উত্থানের পর গোটা বিশ্বেই চিপের চাহিদা বেড়েছে, যেখানে আরো টেকসইভাবে বিস্তুত হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে এ খাত।

চিপনির্মাতা কোম্পানিগুলো শুধু বিনিয়োগকারীদেরই আকৃষ্ট করছে না; বরং তারা সরকারিভাবেও ভর্তুকি পাচ্ছে। আর এর মাধ্যমেই এগিয়ে যাচ্ছে কোম্পানিগুলো।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।