পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ফোন কলে ও ক্ষুদে বার্তায় আড়িপাতার আইনি অধিকার পেয়েছে।
সম্প্রতি দেশটির সরকার সংস্থাটিকে এ অনুমতি দিয়েছে বলে নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আজম নাজিম তারা। দেশটির আইনমন্ত্রী নাজিম পার্লামেন্টে এক বিবৃতিতে জানান, দেশের নিরাপত্তার স্বার্থে এবং সন্ত্রাস দমনের জন্য ফোনকল ট্র্যাক করার অনুমতি দেয়া হয়েছে গোয়েন্দা সংস্থা আইএসআইকে।
এর মাধ্যমে সংস্থাটি অপরাধী ও সন্ত্রাস-নাশকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের শনাক্ত করতে পারবে। তবে এ সময় তিনি আরও জানান, কেউ এ আইনের অপব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে সরকার।
তবে পার্লামেন্টে এই সিদ্ধান্তের পরপরই এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)।
দেশটির সুশীল সমাজ ও সাধারণ জনগনও এই নতুন আইনের সমালোচনা করছে। অনেকেই সরকারের এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন।
০ টি মন্তব্য