ইতিহাসে প্রথমবারের মতো মানব মস্তিষ্কের কোষ দিয়ে তৈরি হলো রোবটের মস্তিষ্ক। এতে চলতি পথের কোনো বাধা পেরোনো থেকে শুরু করে নিজের ইচ্ছায় যেকোনো জিনিস তুলতে পারবে রোবটটি।
দরকার হবে না আলাদা কোনো কমান্ড বা প্রোগ্রামিং কোড। রোবট চলতে পারে, মানুষের কাজ সহজ করতে পারে। তবে সব ক্ষেত্রেই কাজ অনুযায়ী রোবটকে পরিচালনায় তৈরি করে দিতে হয় আলাদা প্রোগ্রামিং কোড।
রোবটের কার্যক্রমকে সহজতর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে যখন অনেক হইচই; তখন চীনের একদল গবেষক গেলেন আরও কয়েকধাপ এগিয়ে।
ইতিহাসে প্রথমবারের মতো কোনো রোবটের কৃত্রিম মস্তিষ্ক তৈরিতে তারা ব্যবহার করেছেন মানব মস্তিষ্কের কোষ। যার ফলে রোবট কোনো আলাদা প্রোগ্রামিং কোড ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে যেকোনো বাধা টপকে চলতে পারছে, নিজ ইচ্ছায় যেকোনো জিনিস তুলতে পারছে।
চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের গবেষণা মানুষ ও রোবোটের বুদ্ধিমত্তার সংমিশ্রণকে নতুন এক যুগে নিয়ে যাওয়ার আভাস দিচ্ছে। রোবটগুলোতে একটি কৃত্রিম মস্তিষ্কের পাশাপাশি রয়েছে একটি নিউরাল চিপও।
০ টি মন্তব্য