https://powerinai.com/

প্রযুক্তির খবর

‘এললামা’ এআই মডেলের নতুন সংস্করণ আনল মেটা

‘এললামা’ এআই মডেলের নতুন সংস্করণ আনল মেটা ‘এললামা’ এআই মডেলের নতুন সংস্করণ আনল মেটা
 

নিজেদের ‘মেটা এআই’ চ্যাটবট বা ভার্চ্যুয়াল সহকারীতে ব্যবহৃত ‘এললামা’ এআই মডেলের নতুন সংস্করণ উন্মুক্ত করেছে মেটা। ‘এললামা ৩.১’ মডেলটিকে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের সবচেয়ে শক্তিশালী সংস্করণ হিসেবে দাবি করেছে প্রতিষ্ঠানটি। ওপেন সোর্সভিত্তিক হওয়ায় এআই মডেলটি কাজে লাগিয়ে বিনা মূল্যে নিজস্ব এআই চ্যাটবট তৈরি করতে পারবে যেকোনো প্রতিষ্ঠান।


মেটার তথ্যমতে, এললামা ৩.১ বিশ্বের সবচেয়ে বড় এবং কার্যকর ওপেন সোর্সনির্ভর এআই মডেল। এটি হালনাগাদ যেকোনো এআই মডেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম। চলতি বিষয়াবলি, নির্দিষ্ট কাজ, গাণিতিক সমাধান, টুল ব্যবহার ও ভিন্ন ভাষায় অনুবাদের জন্য মডেলটি খুবই কার্যকর। এর ফলে গুগল, ওপেনএআই এবং অ্যানথ্রপিকের মতো এআই মডেল নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মেটার প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে।


ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটি এবং গুগলের এআই মডেলের মতো এললামা ৩.১ মাল্টিমোড নয়। অর্থাৎ মেটার এআই মডেল শুধু টেক্সটভিত্তিক। এটি ছবি, অডিও ও ভিডিওভিত্তিক নয়। তবে ওয়েব ব্রাউজার ও সফটওয়্যারে মেটার এআই মডেলটি স্বচ্ছন্দে ব্যবহার করা যাবে।


এললামার নতুন সংস্করণ আনার পাশাপাশি চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সঙ্গে এআই মডেল উন্নয়নে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে মেটা। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে প্রশিক্ষিত করতে কম্পিউটারের চিপ খুবই গুরুত্বপূর্ণ। তাই এনভিডিয়ার সঙ্গে মেটার যৌথ উদ্যোগ এললামা এআই মডেলের উন্নয়নে ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।


সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।