https://powerinai.com/

সাম্প্রতিক খবর

ই-ক্যাব ভোট গ্রহণে আবারো বৈঠক ৩ অক্টোবর

ই-ক্যাব ভোট গ্রহণে আবারো বৈঠক ৩ অক্টোবর ই-ক্যাব ভোট গ্রহণে আবারো বৈঠক ৩ অক্টোবর
 

কোটা সংস্কার নিয়ে উদ্ভুত সহিংসতায় কারফিউ চলমান থাকায়  ই-কমার্স ব্যবসায়ীদের জাতীয় সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৪-২৬ সালের পঞ্চম দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তারিখ পুণঃনির্ধারণ করতে পারেনি নির্বাচন বোর্ড। এ জন্য আগামী ৩ অক্টোবর বিকেলে বনানীর ই-ক্যাব অফিসে আবারো বৈঠক অনুষ্ঠিত হবে।

২৭ জুলাই নির্ধারিত ভোট গ্রহণের দিনেই ২৪ প্রার্থীর অংশগ্রহণে স্থগিত হওয়া ভোট গ্রহণের দিন ধার্যের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। নির্বাচন বোর্ড চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে ই-ক্যাব কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এসময় বোর্ডের অপর দুই সদস্য হলেন এফবিসিসিআই ডিরেক্টর সৈয়দ মোঃ বখতিয়ার এবং বিএনএনআরসি-এর সিইও এএইচএম বজলুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় প্রার্থীদের মধ্যে শমী কায়সার, সাহাব উদ্দিন শিপন, আম্বারিন রেজা, সোহেল মৃধা, আব্দুল আজিজ প্রমুখ বক্তব্য রাখেন।

বৈঠক বিষয়ে মোঃ হাফিজুর রহমান জানান, উদ্ভূত পরিস্থিতিতে আজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আগেই স্থগিত করা নির্বাচনে তারিখ নির্ধারণে আমরা খোলামেলা আলোচনা করেছি। আলোচানায় প্রার্থীরা পরিস্থিতি আরো আরো পর্যবেক্ষণ করে নতুন তারিখ নির্বাচনের প্রস্তাব দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে আমরা আবারো আগামী শনিবার বৈঠক করবো।

সূত্রমতে, বৈঠকে ভোটে প্রচার প্রচারণার সুযোগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা এবং ডিটিও অনুমোদন নিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হবে।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।