বর্তমানে বিশ্বে মেমোরি চিপ উৎপাদনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে এসকে হাইনিক্স। উৎপাদন কার্যক্রমের পরিধি বাড়াতে এবার দক্ষিণ কোরিয়ার ইয়ঙ্গিনে ৯ দশমিক ৪ ট্রিলিয়ন ওন বা ৬৮০ কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। খবর রয়টার্স।
গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) উৎপাদনকারী কোম্পানি এনভিডিয়াকে পণ্য সরবরাহ করে থাকে এসকে হাইনিক্স।
গত সপ্তাহে প্রকাশিত আয় প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০১৮ সালের প্রথমবারের মতো হাইনিক্সের আয় বেড়েছে। এছাড়াও এআই চিপের চাহিদা বৃদ্ধির বিষয়েও জানিয়েছে কোম্পানি।
২০১৯ সাল থেকেই কোম্পানিটি সিউলের কাছাকাছি চারটি নতুন চিপ প্ল্যান্টে বিনিয়োগ করার কথা ভাবছে।
হাইনিক্স জানায়, ৪২ লাখ বর্গমিটার এলাকা জুড়ে কোম্পানির চারটি চিপ প্ল্যান্ট তৈরি করা হবে এবং পরবর্তী প্রজন্মের সেমিকন্ডাক্টর উৎপাদনে কাজ চলবে। ২০২৮ সালের শেষ নাগাদ প্রথম প্ল্যান্টের নির্মাণ শেষ হবে।
০ টি মন্তব্য