চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। মূলত কিশোরদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে এই মামলা করা হয়। খবর এনডিটিভি।
খবরে বলা হয়, চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক বিশ্বে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তবে এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র মামলা করেছে। দেশটির দাবি, টিকটক অবৈধভাবে যুক্তরাষ্ট্রের ডেটা সংগ্রহ করছে। এতে বাড়ছে মার্কিনদের ঝুঁকি।
যুক্তরাষ্ট্রের দাবি, টিকটক চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট লঙ্ঘন করছে। যাতে ১৩ বছরের কম বয়সি শিশু ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে বাবা-মায়ের সম্মতি নেয়া প্রয়োজন আছে এমন পরিষেবার কথা উল্লেখ রয়েছে।
কিশোরদের ব্যক্তিগত তথ্য লঙ্ঘনের জন্য টিকটকের কাছে ৫১ হাজার ৭৪৪ ডলার জরিমানা চেয়েছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি টিকটক।
০ টি মন্তব্য