অ্যান্ড্রয়েড ডিভাইসে স্কুল টাইম ফিচার যুক্ত করছে গুগল। এ ফিচারটির মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য শিশু-কিশোরদের হাতে থাকা ডিভাইসের কার্যক্রম নিয়ন্ত্রণ করা যায়। বিশেষ করে ক্লাসে থাকা অবস্থায় এবং যখন অভিভাবক মনে করবেন তখন স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করা যাবে।
ফ্যামিলি লিংক প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপের মাধ্যমে শিশুদের অ্যান্ড্রয়েড ফোন, ট্যাবলেট ও গ্যালাক্সি ওয়াচে স্কুল টাইম আওয়ার সেট করা যাবে। তবে নতুন করে কোন ডিভাইসগুলোতে আপডেট আসবে সে বিষয়ে গুগলের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, মে মাসে ফিটবিট এইস এলটিই স্মার্টওয়াচের জন্য প্রথম স্কুল টাইম ফিচার চালু করে।
প্রযুক্তিবিদদের মতে, শিশু-কিশোরদের মোবাইল বা স্মার্ট ডিভাইস নির্ভরতা কমাতে স্কুল টাইম ডিজাইন করা হয়েছে। এটি চালু করা হলে লিমিটেড নোটিফিকেশনের জন্য আলাদা হোম পেজ চালু হয়। অভিভাবকরা এখানে থেকে কোন অ্যাপগুলো চলবে তা নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও কারা ফোন বা মেসেজ দিতে পারবে সেটিও নির্ধারণ করে দেয়া যাবে। ২০২২ সালে অভিভাবকদের জন্য নির্ধারিত গুগল পোর্টাল নতুন করে ডিজাইন করা হয়েছে।
০ টি মন্তব্য