বৈষম্য ও দুর্নীতির অভিযোগ এনে বিটিআরসিতে শতাধিক কর্মকর্তা-কর্মচারি বিক্ষোভ ও সমাবেশ করেছে।রোববার বেলা সাড়ে ১১ টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে এই বিক্ষোভ ও সমাবেশ শুরু করে কর্মকর্তা-কর্মচারিরা।এসময় চেয়ারম্যান ও অন্য তিন কমিশনার অনুপস্থিত ছিলেন। বিক্ষোভকারীরা বলছেন, কেউ কেউ পালিয়েও গেছেন।বিটিআরসির অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী টেকশহর ডটকমকে জানান, বিটিআরসিতে নানাভাবে বৈষম্য হয়েছে। এর বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারিরা বিক্ষোভ শুরু করেছেন। তাদের বিভিন্ন দাবি রয়েছে।
বিক্ষোভের নেতৃত্বে থাকাদের মধ্যে বিটিআরসির ইঞ্চিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের সিনিয়র সহকারি পরিচালক আব্দুল্লাহ আল আমীন টেকশহর ডটকমকে জানান, ‘বৈষম্য ও দুর্নীতি করা বর্তমান চেয়ারম্যানের পদত্যাগ চান তারা। এছাড়া চেয়ারম্যানের সঙ্গে এই অনিয়ম-দুর্নীতির সহযোগী প্রশাসন বিভাগের উপ-পরিচালক ও একান্ত সচিব মো. আমজাদ হোসেন নিপু, ইঞ্চিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের উপ-পরিচালক মাহদী আহমদেরও বিচার চান তারা।’তিনি জানান, ‘একান্ত সচিব মো. আমজাদ হোসেন নিপু পালিয়েছেন। আর মাহদী আহমদকে তারা অবরুদ্ধ করে রেখেছেন।’
উদ্ভুত বিষয়ে জানতে বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি।বিক্ষোভের নেতৃত্বে থাকা আরেক কর্মকর্তা প্রশাসন বিভাগের সিনিয়র সহাকারি পরিচালক মোঃ আব্দুস শাহীদ চৌধুরী টেকশহর ডটকমকে জানান, ‘তারা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবেন। অনিয়ম, দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচার চাইবেন।’তিনি বলেন, ‘অভিযুক্ত কর্মকর্তাদের দ্রুত পদত্যাগ করতে হবে।’
০ টি মন্তব্য