এ যেন বাধ ভাঙ্গা উচ্ছ্বাস বিশ্বমঞ্চে উচ্চারিত বাংলাদেশের নাম , ২৫ দেশের শতাধিক শিক্ষার্থীদের পিছনে ফেলে সৌদি আরব রিয়াদে অনুষ্ঠিত হলো প্রথমবারের মতো আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা এ.আই অলিম্পিয়াড, গত ৯ ও ১১ সেপ্টেম্বর অলিম্পিয়াডের সায়েন্টিফিক ও ব্যবহারিক পর্বের পর ফলাফল অনুয়ায়ী অলিম্পিয়াডে রৌপ্যপদক পেয়েছেন সেন্ট যোসেফ কলেজের শিক্ষার্থী আরেফিন আনোয়ার ও নটর ডেম কলেজের শিক্ষার্থী মিসবাহ উদ্দীন ইনান। এ ছাড়া ব্রোঞ্জপদক পেয়েছে নটর ডেম কলেজের শিক্ষার্থী আবরার শহীদ ও একাডেমিয়ার শিক্ষার্থী রাফিদ আহমেদ।
বাংলাদেশ দলের দলনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন, ‘এবারের প্রতিযোগিতায় গিয়ে বুঝতে পারি, অলিম্পিয়াডের জগতে বাংলাদেশকে অন্য দেশগুলো সমীহর চোখে দেখতে শুরু করেছে। বিভিন্ন অলিম্পিয়াডে আমাদের শিক্ষার্থীরা পদক অর্জন করে নিজেদের মেধার প্রমাণ দিচ্ছে, দেশের মুখ উজ্জ্বল করছে। নানা দেশ কৌতূহলী হয়ে আমাদের দলের কাছে এসে জানতে চাইছে বাংলাদেশ কী পদ্ধতিতে সমাধান করেছে।’
রৌপ্যপদকজয়ী মিসবাহ উদ্দিন ইনান বলেন, ‘আন্তর্জাতিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে প্রথম রৌপ্যপদক পেয়ে অত্যন্ত গর্ববোধ করছি। দেশের জন্য একটি অর্জন অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার।’ আরেক রৌপ্যপদকজয়ী আরেফিন আনোয়ারে ভাষ্য, প্রথমবার অনুষ্ঠিত এআই অলিম্পিয়াডের বিজয়মঞ্চে বাংলাদেশের নাম শোনা ছিল এক অপূর্ব গৌরবের মুহূর্ত।
চলতি বছরের মে মাসে অনলাইন ও অফলাইনে বাংলাদেশ এআই অলিম্পিয়াডের প্রাক-বাছাই এবং মূল পর্ব অনুষ্ঠিত হয়। পরে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে অনুষ্ঠিত জাতীয় ক্যাম্পের মাধ্যমে বাংলাদেশ দলের চার সদস্যকে নির্বাচিত করা হয়েছিল। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অলিম্পিয়াডের স্পনসর ছিল রিভ চ্যাট, ব্রেন স্টেশন ২৩, ই-জেনারেশন, ইন্টেলিজেন্ট মেশিনস।
১৫ টি মন্তব্য
Sazzad Hossain Biplop
২০২৪-০৯-১৭ ১৩:২৭:০১অভিনন্দন সবাইকে বাংলাদেশ এগিয়ে যাক
Tanvir Ahmmed
২০২৪-০৯-১৭ ১৩:২৭:৫১বাংলাদেশের এআই প্রতিযোগিতায় সাফল্য অর্জনের জন্য অভিনন্দন! এই অর্জন দেশের প্রযুক্তিগত উন্নয়নের একটি বড় পদক্ষেপ। আমাদের যুবকদের উদ্ভাবনী শক্তি ও প্রতিভা বিশ্বময় প্রতিযোগিতায় স্থান করে নিচ্ছে, যা আমাদের ভবিষ্যতের জন্য আশার সঞ্চার করে। ভবিষ্যতে আরও উন্নতির প্রত্যাশা নিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত। বাংলার প্রতিভার জয়গান বরাবরই বেজে উঠুক!
Leon Ahemd
২০২৪-০৯-১৭ ১৩:২৮:৫৫Great Achievement
Leon
২০২৪-০৯-১৭ ১৩:৩০:০৬Great Achievements
Md Shamim Miah
২০২৪-০৯-১৭ ১৩:৩২:১০অভিনন্দন সবাইকে এত বড় অর্জনের জন্য।
Noman Bin Sayed
২০২৪-০৯-১৮ ১০:২০:৫২Congratulations
Tuhin Ahmed
২০২৪-০৯-১৮ ১০:২৪:৪৮Congratulations for acibment.
Firoj Miah
২০২৪-০৯-১৮ ১০:২৫:৪৫Congratulation
Md. Raja
২০২৪-০৯-১৮ ১০:২৭:৫৭Great Achivement
Nawshin Chowdhury
২০২৪-০৯-১৮ ১০:৩৮:৩৯Wow, what a achievement!! Congratulations
Mehbuba Gulshan
২০২৪-০৯-১৮ ১০:৪১:১৬Congratulations
Istiyak
২০২৪-০৯-১৮ ১০:৫১:২৮Well done.
Vumika
২০২৪-০৯-১৮ ১১:১২:৫৪Congratulation to the Team
Ahetesham
২০২৪-০৯-১৮ ১১:১৭:২৫বাংলাদেশের এই সাফল্য দেশের হাজার হাজার তরুনদের উদ্দিপনা যোগাবে, আরো বেশি উদ্ভাবনীমূলক কর্মযজ্ঞের আগ্রহী হবে। ধন্যবাদ বাংলাদেশী এআই টিম।
মরিয়ম সুলতানা
২০২৪-০৯-১৮ ১১:২২:২০অনেক অভিনন্দন বিজয়ী টিমকে। বাংলাদেশের জন্য এইটি অনেক গৌরবের। এভাবেই দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে এই তরুণ সমাজ।