https://powerinai.com/

সাম্প্রতিক খবর

এআই প্রযুক্তি নিয়ে এলো ‘অ্যাপল ইন্টেলিজেন্স’

আইফোনের যেসব মডেলে ব্যবহার করা যাবে আইফোনের যেসব মডেলে ব্যবহার করা যাবে
 

অ্যাপল অবশেষে নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ সুবিধা উন্মুক্ত করেছে । গত জুন মাসে নিজেদের ডেভেলপার সম্মেলনে অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধা আনার ঘোষণা দিয়েছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। টিম কুকের ঘোষণার প্রায় চার মাস পর বহুল প্রতীক্ষিত সুবিধাটি উন্মুক্ত করা হলো।

অ্যাপলের তথ্যমতে, অ্যাপল ইন্টেলিজেন্সে মূলত আইফোন, আইপ্যাড ও ম্যাক ব্যবহারকারীদের দৈনন্দিন কাজগুলোকে মেশিন লার্নিংয়ের মাধ্যমে সমন্বয় করা হয়েছে। ব্যবহারকারীদের কাজের ধরন আগে থেকেই বুঝতে পারে অ্যাপল ইন্টেলিজেন্স। তাই অ্যাপল ইন্টেলিজেন্সে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে লেখা ও যোগাযোগকে। শুধু তা-ই নয়, ভার্চ্যুয়াল সহকারী সিরির মাধ্যমে অ্যাপল ইন্টেলিজেন্সে বিভিন্ন ধরনের কাজ করা যাবে। ফলে সিরি বর্তমানের তুলনায় আরও শক্তিশালী হবে।

অ্যাপল ইন্টেলিজেন্স সব মডেলের আইফোনে ব্যবহার করা যাবে না। অ্যাপলের তথ্যমতে, গত সেপ্টেম্বর মাসে বাজারে আসা আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলের নতুন চারটি আইফোনের পাশাপাশি আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সে অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার করা যাবে। আইফোনের পাশাপাশি এম১ চিপযুক্ত আইপ্যাড ও হালনাগাদ ম্যাকওএসে চলা ম্যাক কমপিউটারে অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহারের সুযোগ মিলবে।

সূত্র: বিবিসি








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।