বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও আজ থেকে MSI “NVIDIA GEFORCE RTX 50” সিরিজ গ্রাফিক্সকার্ডের আনুষ্ঠানিক বাজারজাত শুরু করলো ইউসিসি। বাংলাদেশের বাজারে আইটি পণ্যের অন্যতম সেরা পরিবেশক প্রতিষ্ঠান ইউসিসি এক সংক্ষিপ্ত আয়োজনের মাধ্যমে “MSI GEFORCE RTX 50” সিরিজ গ্রাফিক্সকার্ড গুলোর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন। MSI এর নতুন এই সিরিজ গ্রাফিক্সকার্ড গুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, MSI বাংলাদেশ এর প্রোডাক্ট এন্ড মার্কেটিং ম্যানেজার, জনাব তৌহীদ হোসেন, MSI বাংলাদেশ এর প্রোডাক্ট ম্যানেজার, জনাব হুমায়ুন কবীর, ইউসিসির ডিজিএম এন্ড হেড অফ প্রোডাক্ট ম্যানেজমেন্ট, জনাব জয়নুস সালেকিন ফাহা্দ, এজিএম- প্রোডাক্ট ম্যানেজমেন্ট, জনাব নুরুল আলম ভুইয়া মিনার সহ আরো অনেকে।
উল্লেখ্য যে RTX 50 সিরিজের RTX 5090 এবং RTX 5080 মডেলের গ্রাফিক্স কার্ড গুলোতে রয়েছে উন্নত প্রযুক্তির নতুন সব ফিচার ও আকর্ষণীয় ডিজাইনের সমন্বয় । এই গ্রাফিক্স কার্ডগুলিতে ফিচার DLSS 4 (মাল্টি ফ্রেম জেনারেশন), ফিফথ জেনারেশন টেনসর কোরস, ৪র্থ জেনারেশন আরটি কোরস, GDDR7 Memory, NVIDIA Reflex 2 এর মত আধুনিক সকল ফিচার যেগুলো গেমিং, প্রফেশনাল এবং AI প্রফেশনালদের জন্য অত্যন্ত আকর্ষনীয় এবং বিশেষভাবে প্রয়োজনীয়।
উক্ত গ্রাফিক্সকার্ড গুলি আজ থেকে ইউসিসি এবং ইউসিসি অনুমদিত বাংলাদেশের সকল আইটিশপে পাওয়া যাবে। গ্রাফিক্সকার্ড গুলো সম্পর্কে জানতে ভিজিট করুন www.ucc.com.bd অথবা ফোন করুনঃ ০১৮৩৩৩৩১৬১০
০ টি মন্তব্য