মেটা নিজস্ব চিপ পরীক্ষার উদ্যোগ নিয়েছে, যা এআই সিস্টেম প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হবে। এই পদক্ষেপের মাধ্যমে প্রতিষ্ঠানটি এনভিডিয়ার মতো হার্ডওয়্যার নির্মাতাদের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে। খবর টেকক্রাঞ্চ।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, মেটার তৈরি চিপটি এআই-ভিত্তিক ওয়ার্কলোড পরিচালনার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এবং এটি তাইওয়ানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান টিএসএমসি-এর সহযোগিতায় প্রস্তুত করা হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি সীমিত আকারে এই চিপের পরীক্ষামূলক ব্যবহার চালাচ্ছে এবং ফলাফল সন্তোষজনক হলে এর উৎপাদন ব্যাপকভাবে বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, মেটা এর আগে কাস্টম এআই চিপ তৈরি করলেও সেগুলো শুধুমাত্র মডেল পরিচালনার জন্য ব্যবহৃত হয়েছে, প্রশিক্ষণের জন্য নয়। তবে পূর্ববর্তী বেশ কয়েকটি চিপ ডিজাইন প্রকল্প প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হওয়ায় সেগুলো বাতিল করা হয় বা সীমিত পরিসরে রাখা হয়।
চলতি বছরে মেটা মূলধনী ব্যয়ের জন্য ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে, যার বড় অংশ এনভিডিয়ার জিপিইউ ক্রয়ে ব্যয় হবে। তবে নিজস্ব চিপের সফল বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি খরচের একটি উল্লেখযোগ্য অংশ সাশ্রয় করতে পারলে এটি সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটির জন্য একটি বড় সাফল্য হিসেবে গণ্য হবে।
০ টি মন্তব্য