চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই আগামী মাসে তাদের পরবর্তী প্রজন্মের ভাষা মডেল ‘জিপিটি-৫’ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি এক পডকাস্টে ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান বিষয়টি নিশ্চিত করে বলেন, "আমরা শিগগিরই জিপিটি-৫ প্রকাশ করতে যাচ্ছি।" যদিও তিনি নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করেননি, তবে জানান নতুন মডেলটি আগের সব সংস্করণের তুলনায় আরও যুক্তিসম্মত ও দক্ষ হবে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, জিপিটি-৫ হবে পূর্ববর্তী জিপিটি ও ও-সিরিজ মডেলের সম্মিলিত সংস্করণ। এতে করে ব্যবহারকারীরা আর আলাদা করে মডেল নির্বাচন না করেও একক প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন। নতুন মডেলটি তিনটি সংস্করণে আসছে: মূল, মিনি, এবং ন্যানো — প্রতিটিতেই থাকবে ওপেনএআই এপিআই ব্যবহারের সুবিধা।
জিপিটি-৫–এ যুক্ত করা হচ্ছে ও-থ্রি মডেল থেকে নেওয়া উন্নত যুক্তি বিশ্লেষণ ক্ষমতা, যা মডেলটিকে আরও মানবসদৃশ সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করবে। এর পাশাপাশি, ওপেনএআই শিগগিরই একটি ওপেন সোর্স এআই মডেলও উন্মুক্ত করতে পারে, যা মূলত ও-থ্রি মিনি মডেলের কাছাকাছি পারফরম্যান্স প্রদান করবে।
গবেষক, ডেভেলপার ও উদ্ভাবকদের জন্য এটি হবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ নতুন ওপেন সোর্স মডেলটি গবেষণা এবং উন্নয়নে আরও সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, সর্বশেষ ওপেন সোর্স ভাষা মডেল ‘জিপিটি-টু’ প্রকাশ করেছিল ওপেনএআই ২০১৯ সালে।
০ টি মন্তব্য