https://gocon.live/

ইন্টারনেট

বিশেষ কিছু কাজ ফেসবুকে যেভাবে করবেন

বিশেষ কিছু কাজ ফেসবুকে যেভাবে করবেন বিশেষ কিছু কাজ ফেসবুকে যেভাবে করবেন
 

বিশেষ কিছু কাজ ফেসবুকে যেভাবে করবেন


ভালো-মন্দ যাই হোক, ফেসবুক বর্তমানে আমাদের অনেকেরই প্রাত্যহিক জীবনের ইন্টিগ্রেল অংশ হয়ে উঠেছে। আমরা ফেসবুকের ওপর আস্তা রেখে পরিবার, বন্ধুসহ অন্যদের সাথে যোগাযোগ রক্ষা কওে সময়ের সাথে সাথে সমান তালে চলছি। বর্তমান নিউজের সাথে সবসময় আপডেট থাকতে পারছি। শুধু তাই নয়, ফেসবুকে সবসময় আচ্ছন্ন থেকে আমাদের ব্যস্ত ও কর্মময় জীবনের মূল্যবান কর্মসময় নষ্ট করছি।


এ কথা সত্য, ফেসবুক আমাদেও প্রাত্যহিক জীবনের একটি অংশ হওয়া সত্ত্বেও এমনকিছু সহায়ক টিপ ও শর্টকাট রয়েছে, যেগুলো আমাদেও এখনও অজানা। অথচ এসব সহায়ক টিপ ও শর্টকাট বিশ্বের বৃহত্তম সামাজিক নেটওয়ার্ক জীবনকে আরও সহজতর ও দক্ষ করে তুলতে পারে।


কমপিউটার জগৎ-এর নিয়মিত বিভাগ ইন্টারনেটে ডিসেম্বর ২০১৫ সংখ্যায় ফেসবুকপ্রেমীদের জন্য কিছু সহায়ক টিপ ও শর্টকাট তুলে ধরা হয়েছিল, যা প্রত্যেক ফেসবুকব্যবহারকারীর জানা থাকা উচিত। এরই ধারাবাহিকতায় এবারও ফেসবুকপ্রেমীদেও জন্য আরও কিছু সহায়ক টিপ ও শর্টকাট তুলে ধরা হয়েছে।


০১. ডাউনলোড করুন আপনার ফেসবুক তথ্য


যদি আপনি আমাকে পছন্দ করেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে সারাবছরে পোস্ট করবেন অসংখ্য ছবি, নোট, মেসেজ এবং স্ট্যাটাস আপডেট। আপনি কি আপনার ডেস্কটপে একই তথ্য ডাউনলোড করতে চান? এ কাজটি যদি আপনি করতে চান, তাহলে নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করতে হবে।


  • আপনার ডেস্কটপে ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন, স্ক্রিনের ওপওে ডান প্রান্তে অ্যারোতে ক্লিক করুন এবং ড্রপডাউন মেনু থেকে Settings-এ ক্লিক করুন।
  • এবার পরবর্তী স্ক্রিনে নিচের দিকে ‘Download a copy of your Facebook data’ শিরোনামে টেক্সটের একটি ছোটলাইন দেখতে পাবেন। এবার Download a Copy-এ ক্লিক কওে পরবর্তী স্ক্রিনে Start My Archive সিলেক্ট করুন। এটি আপনার ফেসবুকের সব তথ্যেও জিপ ফরম্যাটে একটি আর্কাইভের ডাউনলোডের প্রবর্তন বলা যায় (ফটো অ্যালবামসহ)। আপনি ডাউনলোডটি কোথায় রাখছেন, সে ব্যাপারে সতর্ক থাকা উচিত।


০২. আপনার পোস্ট কে দেখছে তা নিয়ন্ত্রণ করুন


গোপনীয়তার জন্য আমরা কখনই চাই না যে, সবাই আমাদের পোস্ট করা সবকিছুই জানুক। তাই ফেসবুকে কারা কারা আপনার পোস্ট দেখতে পারবে ইচ্ছে করলে তা নিয়ন্ত্রণ করতে পারবেন। এজন্য নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করুন।


  • স্বাভাবিকভাবে স্ট্যাটাস বক্সে আপনার পোস্ট লিখুন।
  • Post-এ ক্লিক করার আগে Friends বাটন সিলেক্ট করুন। এরফলে আবির্ভূত হওয়া ড্রপডাউন চালু থেকে আপনি ঠিক তাদেরকে বেছে নেবেন যারা আপনার পোস্ট দেখতে পারবে। আপনি আরও বেছে নিতে পারবেন তাদেরকে, যাদেরকে আপনি চান না যে তারা আপনার পোস্ট দেখতে পাক। এজন্য Friends-এ ক্লিক করে ড্রপডাউন বক্স থেকে More সিলেক্ট করুন। এরপর Custom অপশন বেছে নিন। এবার পরবর্তী স্ক্রিনে আপনি নাম এন্টার করুন যার কাছ থেকে আপনার পোস্টকে হাইড করতে চান।
  • যদি আপনি ফেসবুকের অ্যান্ড্রয়িড বা আইফোন ভার্সন ব্যবহার করেন, তাহলে Friends বাটনে ট্যাব করতে পারবেন। এরপর ড্রপডাউন মেনু থেকে Friends Expect অপশন সিলেক্ট করে সিদ্ধান্ত নিন কারা আপনার পোস্ট দেখতে পারবে না।


০৩. লগইন অ্যাপ্রোভাল সেটআপ করা


আমাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে ব্যক্তিগত তথ্য থাকে। দুর্ভাগ্যজনকভাবে এমন কিছু লোক আছে, যারা আপনার অ্যাকাউন্টে ঢুকে ব্যক্তিগত তথ্য চুরিকরা ছাড়া অন্য কিছুই করেনা। ভালো পাসওয়ার্ড আপনার অ্যাকাউন্ট প্রোটেক্ট করতে পারলেও সম্পূর্ণরূপে নিরাপদ নয়।


আপনার ফেসবুকের নিরাপত্তা একধাপ এগিয়ে নেয়ার জন্য এনাবল করুন Login Approvals ফিচার। এ কাজ করলে যেকোনো সময় আপনি একটি রিকোয়েস্ট পাবেন অপরিচিত ওয়েব ব্রাউজার থেকে লগইন করার জন্য। তাই নিচের বর্ণিতধাপগুলো সম্পন্ন করুন।


  • ফেসবুক অ্যাকাউন্ট সেটিংয়ে গিয়ে সিকিউরিটি সিলেক্ট করুন।
  • লগইন Approvals- এর পাশের বক্স চেক করুন।
  • এরপর এন্টার করুন ফোন নম্বর যার কাছে ফেসবুক অ্যাপ্রোভালের জন্য পাঠাবেন।
  • অ্যাপ্রোভাল কোড এন্টার করতে বলাহবে। এবার যথাযথ কোড এন্টারকওে পরবর্তী ডায়ালগ বক্সে Continue করুন।


০৪. আপনার টাইমলাইনে কে পোস্ট করছে তা আড়াল করা


ধরুন, আপনার কোনো এক বন্ধু আপনার টাইমলাইনে কিছু পোস্ট করার চেষ্টা করছে, যা হয়তো অশালীন বা আক্রমাণাত্মক বা খোলাখুলি সন্দেহাতীতভাবে নির্বোধ। ফেসবুক অন্যরা আপনার টাইমলাইনে কী পোস্ট করছে তা নিয়ন্ত্রণ করার জন্য ফেসবুক প্রদান করেছে কিছু কন্ট্রোল।


  • যদি আপনি কমপিউটারে থাকেন, তাহলে ফেসবুকে নেভিগেট করুন এবং উপওে স্ক্রিনের ডানদিকে arrow-তে ক্লিক করুন। এরপর ড্রপডাউন মেনু থেকে Settings-এ ক্লিক করুন। এবার একটি অ্যাড্রয়িড ডিভাইসে ফেসবুক অ্যাপ ওপেন কওে More বাটনে চাপুন। More বাটনটিও পরে স্ক্রিনে ডান পাশে রয়েছে। এবার Account Settings সিলেক্ট করুন। যদি আপনি আইকন ব্যবহার করেন, তাহলে ফেসবুক অ্যাপ ওপেন করুন এবং More বাটনে চাপুন, যা স্ক্রিনে নিচে ডান প্রান্তে রয়েছে। এবার Settings সিলেক্ট কওে Account Settings-এ ট্যাব করুন।
  • এবার Timeline and Tagging সিলেক্ট করে Review Posts Friends Tag You in Before They Appear on Your Timeline? অপশন বেছে নিন।
  • ফেসবুক এবং অ্যান্ড্রয়িডে সস্নাইডারকে On পজিশনে মুভ করান বা Enabled-এ ক্লিক করুন যদি আপনি ডেস্কটপ মেশিনে থাকেন।


০৫. স্বতন্ত্র পোস্ট এবংগ্রুপ মেসেজের জন্য সাইলেন্স নোটিফিকেশন


কিছু কিছু বিষয় আছে, যেগুলো আপনার কোনো এক বন্ধুর পোস্ট করা মন্তব্যের চেয়ে অনেক বেশি বিরক্তিকর। এগুলো হচ্ছে প্রতিনিয়তই রিসিভ করা অসংখ্য নোটিফিকেশনেরই অংশ। তবে এসব নোটিফিকেশন দূও করার উপায়ও রয়েছে। এজন্য নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করুন।


  • ফেসবুক ওপেন করুন এবং বিরক্তিকর পোস্টে নেভিগেট করুন।
  • পোস্টেও ওপরে ডান প্রান্তের arrow সিলেক্ট করুন এবং Turn Off Notifications for this post-এ ট্যাব করুন।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।