ভিয়েতনামের কাঠের কারিগর চুং ভ্যান দাও টেসলা সাইবার ট্রাকের একটি রেপ্লিকা তৈরি করেছেন। এনডি-উডওয়ার্কিং আর্টস ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভিডিওতে রেপ্লিকাটি তৈরির পুরো প্রক্রিয়াটি দেখায়৷ ভিডিওর শেষে, মাস্কের উদ্দেশে লেখা চিঠিও জুড়ে দেওয়া হয়েছে। বলা হয় যে চুং এই সাইবার ট্রাকটি মাস্ককে দিতে চান। ভিডিওটি দেখে মাস্ক তাকে ধন্যবাদ জানান এবং উপহার গ্রহণে আগ্রহ প্রকাশ করেন।
আরও পড়ুন









