মাধ্যমিক শ্রেণির আইসিটি বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর
কমপিউটার ও কমপিউটার ব্যবহারকারীর নিরাপত্তা
১০১। জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের নিমিত্তে তৈরিকৃত বিধান কোনটি?
ক. তথ্য আইন খ. তথ্য অধিকার আইন গ. কপিরাইট আইন ঘ. হ্যাকার আইন
সঠিক উত্তর : খ
১০২। কত সালে বাংলাদেশে তথ্য অধিকার আইন চালু হয়েছে?
ক. ২০০৭ খ. ২০০৯ গ. ২০১১ ঘ. ২০১২
সঠিক উত্তর : খ
১০৩। কোনটি জনগণের অধিকার?
ক. জবাবদিহি খ. তথ্য গ. বাকস্বাধীনতা ঘ. উপরের সবগুলো
সঠিক উত্তর : ঘ
১০৪। তথ্য অধিকার আইনের কত ধারায় আইনের আওতামুক্ত বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে?
ক. সপ্তম খ. অষ্টম গ. নবম ঘ. দশম
সঠিক উত্তর : ক
১০৫। ৭ম ধারায় কয়টি বিষয়কে আইনের আওতায় আনা হয়েছে?
ক. ১৫ খ. ২০ গ. ২১ ঘ. ২৫
সঠিক উত্তর : খ
১০৬। তথ্য অধিকার আইন নিশ্চিত করে
i. কপিরাইট অধিকার প্রদান
ii. তথ্য অধিকার সংরক্ষণ
iii. জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i,ii ও iii
সঠিক উত্তর : গ
১০৭। বুদ্ধিবৃত্তিক সম্পদ হলো
ক. Intellectual Property Right
খ. Property Intellectual Right
গ. Right Intellectual Property
ঘ. Intellectual Right Property
সঠিক উত্তর : ক
১০৮। সিমোস ব্যাটারি কমপিউটারের কোথায় থাকে?
ক. র্যামে খ. প্রসেসরে গ. মাদারবোর্ডে ঘ. সিপিইউতে
সঠিক উত্তর : গ
১০৯। CMOS-এর পূর্ণরূপ
ক. Complementary Metal-oxide Semiconductor
খ. Common Metal-oxide Semiconductor
গ. Complete Metal-oxide Semiconductor
ঘ. Complementary Metal-organic
সঠিক উত্তর : ক
১১০। ট্রাবলশুটিং হচ্ছে
ক. সমস্যার উৎস নির্ণয়ের প্রক্রিয়া খ. সমস্যার নির্ণয়ের প্রক্রিয়া গ. উৎস নির্ণয় প্রক্রিয়া ঘ. সমস্যার সমাপ্তি নির্ণয়
সঠিক উত্তর : ক
১১১। ট্রাবলশুটিং
i. সমস্যার উৎস নির্ণয়ের প্রক্রিয়া ii. হার্ডওয়্যার সম্পর্কিত সমস্যার উৎস নির্ণয় ও সমাধান iii. সফটওয়্যারের সমস্যা নির্ণয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
১১২। ট্রাবলশুটিং অংশে থাকে
i. সাধারণ সমস্যার প্রকৃতি
ii. সফটওয়্যারের সমস্যা নির্ণয়
iii. সমস্যার উৎস নির্ণয় ও সমাধান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : খ
১১৩। কোন অংশে আইসিটি যন্ত্রের সাধারণ সমস্যার প্রকৃতি ও সমাধান দেওয়া থাকে?
ক. ইন্টারনেটে খ. বইয়ে গ. তথ্যপ্রযুক্তি অধ্যায়ে ঘ. ট্রাবলশুটিংয়ে
সঠিক উত্তর : ঘ
১১৪। ক্যাপাসিটর কমপিউটারের কোথায় থাকে?
ক. মাদারবোর্ডে খ. মনিটরে গ. মডেমে ঘ. র্যাম স্লটে
সঠিক উত্তর : ক
১১৫। কমপিউটারের প্রসেসর কোথায় থাকে?
ক. র্যামে খ. মাদারবোর্ডে গ. রমে ঘ. হার্ডডিস্কে
সঠিক উত্তর : খ
১১৬। কমপিউটার out of memory দেখায় যখন
i. মেমোরি পর্যাপ্ত থাকে
ii. অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করতে গেলে
iii. একসাথে একাধিক প্রোগ্রাম ওপেন করে কাজ করতে চাইলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : গ
১১৭। র্যাম কমপিউটারের কোথায় বসানো থাকে?
ক. মাদারবোর্ডের নির্ধারিত স্লটে খ. হার্ডডিস্কে গ. পেনড্রাইভের সাথে ঘ. সিডি ড্রাইভে
সঠিক উত্তর : ক
১১৮। মাদারবোর্ডে সংযুক্ত সিমোস ব্যাটারি কার্যক্ষমতা হারালে যা ঘটে
i. কমপিউটারের মনিটর কাজ করবে না ii. কমপিউটারের তারিখ এবং সময় ঠিক থাকে না
iii. বায়োসের কোনো অপশন পরিবর্তন করলে তা সংরক্ষণ হয় না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : গ
১১৯। বুট ডিস্ক ফেইলর দেখানোর কারণ
i. র্যামে সমস্যা হলে ii. হার্ডডিস্ক ড্রাইভ ডিটেক্ট করা না গেলে ররর. জাম্পার সেটিং সঠিকভাবে না হলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : গ
১২০। ৫০% ক্ষেত্রে মনিটরে ডিসপ্লে না হওয়ার কারণ
ক. র্যামের সমস্যা খ. এজিপি কার্ডের সমস্যা গ. সিপিইউর সমস্যা ঘ. পাওয়ার বাটনের সমস্যা
সঠিক উত্তর : ক
১২১। কমপিউটার ঘনঘন Restart হয়ে যায় কী কারণে?
ক. র্যামের সমস্যার কারণে খ. সিপিইউর ওপর সংযুক্ত কুলিং ফ্যানটি না ঘুরলে
গ. সিমোস ব্যাটারি না থাকার কারণে ঘ. কেসিংয়ে সমস্যা হলে
সঠিক উত্তর : খ
১২২। মাউস কাজ না করার কারণ
ক. কীবোর্ড কাজ না করা খ. কমপিউটারে অতিরিক্ত প্রোগ্রাম লোড করা
গ. মেমোরির জায়গা কমে যাওয়া ঘ. বায়োসে মাউস ডিজ্যাবল থাকা
সঠিক উত্তর : ঘ
১২৩। কীবোর্ড এবং মাউস কাজ করছে না কারণ
i. পোর্ট কাজ করছে না ii. বায়োসে ডিজ্যাবল করা আছে iii. মনিটরে পাওয়ার নেই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
১২৪। আজাদের কমপিউটারটি কোনোরূপ উত্তপ্ত হওয়া ছাড়াই কয়েক মিনিট পরপর শাটডাউন হচ্ছে। আজাদের কমপিউটারের এ ধরনের সমস্যা হওয়ার কারণ
ক. মনিটর নষ্ট খ. ত্রুটিপূর্ণ ক্যাপাসিটর গ. র্যামের সমস্যা ঘ. সিপিইউ গরম হয়ে যাওয়া
সঠিক উত্তর : খ
১২৫। কোন ধরনের যন্ত্রের তুলনামূলক ট্রাবলশুটিং একটু বেশি প্রয়োজন হয়?
ক. কমপিউটার খ. টিভি গ. মোবাইল ঘ. গাড়ি
সঠিক উত্তর : ক
০ টি মন্তব্য