https://gocon.live/

তিন পথেই চলবে মোবাইল টেস্ট ড্রাইভ, ইনডোর টাওয়ার স্থাপনের পরামর্শ

কক্সবাজারে ড্রাইভ টেস্টে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কক্সবাজারে ড্রাইভ টেস্টে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
 
মোবাইল সেবা আন্তর্জাতিক মানের করতে সরকার বদ্ধপরিকর। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের এমন প্রত্যয় ঘোষণার পরপরই চট্টগ্রাম থেকে শুরু হলো মোবাইল ফোনের নেটওয়ার্ক যাচাইয়ের ড্রাইভ টেস্ট।

গত বৃহস্পতিবার কর্ণফুলি টানেল এলাকায় এবং শুক্রবার কক্সবাজার রেলওয়ে স্টেশন, চান্দের পাড়াসহ নগরীর বিভিন্ন এলাকায় নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট/ড্রাইভ টেস্ট করা হয়। 

গত শুক্রবার কক্সবাজার রেলস্টেশন এলাকায় বিটিআরসি পরিচালিত ড্রাইভ টেস্ট পর্যবেক্ষণ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী।

নিয়মিত এমন টেস্টের পাশাপাশি ট্রেনের মধ্যেই মোবাইল টেস্ট ট্রাইভের নির্দেশনা দিয়েছেন জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, নৌ, বিমান ও সড়ক পথে মোবাইল টেস্ট ড্রাইভ করতে হবে।

তাহলে আমরা নেটওয়ার্ক মানের একটি পূর্ণাঙ্গ চিত্র পাবো। আর এজন্য বর্তমানে বিটিআরসি’র কাছে থাকা ড্রাইভ টেস্টের দুইটি ব্যাগ-প্যাকের সংখ্যা ১০টিতে উন্নীত করার পরামর্শ দিয়েছেন প্রতিমন্ত্রী।

নেটওয়ার্ক মান পরীক্ষণের যন্ত্রের মাধ্যমে এই পরীক্ষা কার্যক্রম বিষয়ে প্রতিমন্ত্রীকে ব্রিফ করেছেন বিটিরাসি’র ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান। 

এসময় একই শাখার পরিচালক মোঃ গোলাম রাজ্জাক, উপ-পরিচালক ড. শামসুজ্জোহা উপস্থিত ছিলেন। পর্যবেক্ষণের প্রাথমিক ফল অনুযায়ী কর্নফুলি টানেল এলকায় নেটওয়ার্কেন মান ভালো পাওয়া যায়নি বলে প্রতিমন্ত্রীকে অবহিত করেছেন কাজী মুস্তাফিজুর রহমান।

কক্সবাজার রেলস্টেশনে মোবাইল নেটওয়ার্ক তুলনামূলক দুর্বল। টেস্টে ওই এলাকায় রবি’র নেটওয়ার্ক মান সবচেয়ে ভালো পাওয়া গেছে।

বেসরকারি অপারেটরদের মধ্যে এরপরেই রয়েছে বাংলালিংক। আর রাষ্ট্রায়ত্ব অপারেটর টেলিটক এর নেটওয়ার্ক এর মান বিমানবন্দর এলাকায় আরো উন্নত করতে উপস্থিত টেলিটক চট্টগ্রাম জোনের সিস্টেম অপারেশন, ডি.এম. নুরুল হুদা নির্দেশনা দেয়া হয়েছে। 

কক্সবাজার বিমানবন্দর ও রেলস্টেন এলাকায় ড্রাইভ টেস্ট পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এসময় তিনি বলেছেন, সারাদেশে কলড্রপ, ব্লাংকসংযোগ বিড়ম্বনা হ্রাস, মোবাইল ইন্টারনেটের যথাযথ গতি এবং সুলভ মূল্যে ইন্টারনেট নিশ্চিত করার মাধ্যমে গ্রাহকের সন্তষ্টি অর্জনে দেশে আন্তর্জাতিক মানের টেলিকম সেবা আমরা জনগণকে উপহার দিতে চাই।
এই লক্ষ্যে মোবাইল অপারেটরসহ সংশ্লিষ্টদের সেবার মান পর্যবেক্ষণে কারিগরি দল গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ বছরে ঘরে ঘরে বিদ্যুৎ এবং ইন্টারনেট পৌছে দিয়েছেন।

আমরা এখন চাই এগুলোর মান বৃদ্ধি করতে। এরই ধারাবাহিকতায় সারা দেশে আমরা নিয়মিত ড্রাইভ টেস্ট পরিচালনা করছি। 

উন্নত মোবাইল সেবা নিশ্চিত করতে অপারটেরদের সহায়তা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আমরা অপারেটরদের হাত-পা বেঁধে নদীতে ফেলে সাঁতার শেখাব না, আমরা সাঁতার শিখিয়ে সক্ষমতা দিয়ে দেব যাতে নদীটা পার হওয়া যায়।

প্রতিমন্ত্রী বলেন, মোবাইল অপারেটরসমূহ গ্রাহকদের প্রতিশ্রুত সেবা প্রদান, গ্রাহক পর্যায়ে সুলভ মূল্যে ইন্টারনেট প্রদান এবং অপারেটর যে সকল সুবিধাগুলো আমরা দিচ্ছি সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করছে। 

পলক আরো বলেন, মোবাইল ফোন এখন জীবনের একটা অপরিহার্য অংশ হয়ে গেছে। কিন্তু আমরা দেখছি যে, আমাদের গ্রাহকেরা অনেক ক্ষেত্রেই তাদের সেবা নিয়ে সন্তুষ্ট নন।

‘কলড্রপ একটা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের মোবাইল গ্রাহকেরা যেমন এ বিষয় নিয়ে অসন্তুষ্ট। বিটিআরসি যে পরীক্ষাগুলো করেছে সে রিপোর্ট অনুসারে কোয়ালিটি অব সার্ভিস খুব একটা সন্তোষজনক নয়।

‘আমরা একটা স্মার্ট টেলিকম ইকোসিস্টেম বাংলাদেশকে উপহার দিতে চাই’ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যেভাবেই হোক আমরা গ্লোবাল বেঞ্চমার্কে উন্নীত হতে চাই। 

কক্সবাজারকে পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত উল্লেখ করে পলক বলেন, প্রতিবছর লক্ষ লক্ষ দেশি-বিদেশি পর্যটকরা এখানে আসেন।

এই পর্যটন কেন্দ্রকে বিশ্বমানের হিসেবে গড়ে তোলার জন্যই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখানে একটি ট্রেন স্টেশন, আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করে দিয়েছেন।

কক্সবাজারে একটি হাইটেক পার্ক নির্মাণ করার জন্য তিনি ১৭০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। কক্সবাজারকে বিশ্বমানের আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, উচ্চগতির ইন্টারনেট, সড়ক-রেল-আকাশপথের মাধ্যমে যুক্ত করা হয়েছে।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।