চলতি বছরেই ৫জি প্রযুক্তিতে যাচ্ছে বাংলাদেশ। পরীক্ষা মূলকভাবে ঢাকায় এই সেবা চালু করবে রাষ্ট্রায়ত্ব টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক। আর প্রাযুক্তিক দিক দিয়ে নতুন প্রজন্মের এই গিগা গতির ইন্টারনেট নেটওয়ার্ক সেবা বাস্তবায়ন করবে অপর রাষ্ট্রীয় টেলিযোগাযোগ কোম্পানি বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। বাস্তবায়নের বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে গত ২৯ অক্টোবর বিটিসিএল প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো বাংলাদেশে ৫জি বাস্তবায়নে বিটিসিএলের প্রস্তুতিবিষয়ক কর্মশালা।
দিনব্যাপী কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ড. মো: রফিকুল মতিন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিটিসিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ. কে. এম. হাবিবুর রহমান এবং এমওটিএন প্রকল্পের প্রকল্প পরিচালক আসাদুজ্জামান চৌধুরী, টিআরএনবি’র সভাপতি রাশেদ মেহেদী এবং সাধারণ সম্পাদক সমীর কুমার দে।
কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের প্রায় ২৫ জন সাংবাদিক এবং বিটিসিএলের ২০ জন কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।
০ টি মন্তব্য