আইফোন ১৪ এর মত দেখতে এন্ড্রয়েড ফোন!
প্রতি বছর অ্যাপল এর সেপ্টেম্বর লাইভস্ট্রিম ইভেন্ট প্রযুক্তি বিশ্বে নতুন ঝড় নিয়ে আসে নতুন আইফোন ঘোষণার মাধ্যমে। এই কয়দিন আগেই অ্যাপল তাদের নতুন আইফোন ১৪ সিরিজ ঘোষণা করলো। আইফোন ১৪ সিরিজ মুক্তির আগে সম্ভাব্য ফিচারগুলো নিয়ে গুঞ্জনের শেষ ছিলোনা। এমনকি বাংলাটেক এর একটি ডেডিকেটেড পোস্টে আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম।
মজার একটি বিষয় হলো নতুন আইফোন সিরিজকে ঘিরে মুক্তি পাওয়া বিভিন্ন গুঞ্জনের মধ্যে অনেকগুলো সত্য হয়ে থাকে। তবে এর চেয়ে আরো আজব হয় যদি আইফোন এর নতুন মডেল মুক্তি পাওয়ার আগেই বাজারে চলে আসা আইফোন ক্লোন।
প্রতি বছর আইফোন মুক্তি পাওয়ার সময় এলে বাজারে বিভিন্ন আইফোন ক্লোন চলে আসে। এসব ফোন দেখতে হুবহু আইফোনের মত হলেও মূলত এগুলো অ্যান্ড্রয়েড এর কাস্টম স্কিন দ্বারা চলে যা দেখতে আইফোনের মত হয়ে থাকে। এই ধরনের এক আইফোন ক্লোন নিয়ে জানবো এই পোস্টে।
আইফোন ১৪ ক্লোন
আইফোন ১৪ সিরিজ মুক্তির ঠিক একদিন আগে হুবহু আইফোন ১৪ প্রো এর মত দেখতে ফোন চীনের বাজারে চলে এসেছিলো নকল আইফোন। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে সেই কোম্পানি আইফোন ক্লোন ১৪ প্রো এর পিল-শেপড ডিজাইন পর্যন্ত নকল করতে সক্ষম হয়েছিলো ফোন মুক্তির আগেই।
আবার আইওএস এর মত দেখতে একই ধরনের কাস্টম সফটওয়্যার স্কিন দ্বারা চালিত এই ফোনে অরিজিনাল আইফোনের মত বিভিন্ন ফিচারও রয়েছে। এই আইফোন ১৪ ক্লোন দেখে নিন নিচের স্ক্রিনশট থেকে।
০ টি মন্তব্য