https://powerinai.com/

সাম্প্রতিক খবর

অ্যান্ড্রয়েড ফোনে সিম লক কীভাবে চালু করবেন?

অ্যান্ড্রয়েড ফোনে সিম লক কীভাবে চালু করবেন? অ্যান্ড্রয়েড ফোনে সিম লক কীভাবে চালু করবেন?
 

সিমলক ফিচারটি অ্যান্ড্রয়েড এবং আইফোনের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই সচেতনতার অভাবে এই গুরুত্বপূর্ণ ফিচারটি এড়িয়ে চলি। স্মার্টফোনে সিমলক ফিচারটি চালু থাকলে আপনি সম্ভাব্য বিপদের হাত থেকে বেঁচে যেতে পারেন।


এ পাসকোড অনেক সময় চার ডিজিটের হয়ে থাকে। আপনি এ কোড ওই প্লাস্টিক কার্ডে পেয়ে যাবেন যেখানে সিমটি যুক্ত করা ছিল। কোড প্রবেশে সতর্ক থাকবেন যেন ভুল না হয়।


অ্যান্ড্রয়েড ফোনে সিমকার্ড লক ফিচার ব্যবহার করার আগে অপারেটরের নির্বাচন করে দেওয়া নির্দিষ্ট পিন কোড আপনাকে প্রথমে প্রবেশ করাতে হবে।


আপনার স্মার্টফোনের সেটিং অপশনে যান। এরপর সিকিউরিটি অপশনটি নির্বাচন করুন। এখানে আপনি সিম কার্ড লক নামে একটি অপশন দেখতে পারবেন।


এখান থেকে সিম কার্ড লক অপশনটি চালু করে দিন এবং অপারেটরের নির্বাচন করে দেওয়া ঐ ডিজিটাল পিন নম্বরটি প্রবেশ করাতে হবে।


লক ফিচার চালু হয়ে গেলে সিমের পিন নম্বর পরিবর্তন করে দিন। নতুন পিন নম্বর এমন হওয়া উচিত যেন তা কেউ নকল করতে না পারে। পুরোনো পিন প্রবেশ করানোর সময় সতর্ক থাকবেন যেন ব্লক না হয়ে যায়।


আপনি সফলভাবে ফিচারটি চালু করার পর ফোনটি রিস্টার্ট দিন। এবার চেক করে দেখুন ফিচারটি কাজ করছে কিনা।


আপনার স্মার্টফোন থেকে সিমটি খুলে দ্বিতীয় ডিভাইসে প্রবেশ করান। আইফোন অথবা অ্যান্ড্রয়েড যেটাই হোক না কেন সিম ব্লক থাকার কারণে তা আর ব্যবহার করা যাবে না। ওই চার ডিজিটের পিন নম্বর দিয়ে সিমটি খুলতে হবে।


স্ক্যামারদের হাত থেকে বাঁচার জন্য ও মোবাইল চুরি হলে কেউ যেন সিমকার্ড নেতিবাচক উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে সেজন্য এ পদ্ধতি বেশ কার্যকর।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।