নতুন কল লিংক সুবিধা এলো হোয়াটসঅ্যাপে
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীগণ অন্যদেরকে ভয়েস ও ভিডিও কলে জয়েন করার জন্য ইনভাইট করতে পারবেন, এমন একটি ফিচার আসতে যাচ্ছে হোয়াটসঅ্যাপে। এছাড়া শেয়ারেবল লিংক ব্যবহার করেও অন্যদের হোয়াটসঅ্যাপ অডিও বা ভিডিও কলে যুক্ত করা যাবে।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীগণ Calls ট্যাব থেকে কল লিংকস তৈরী করতে পারবেন। কল লিংকস অপশনটি একদম টপে দেখা যাবে। লিংক তৈরী করার পর এই লিংক হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বা করেনা, অর্থাৎ যেকারো সাথে শেয়ার করা যায়।
Call Links নামের এই নতুন ফিচার ব্যবহার করে হোয়াটসঅ্যাপে সহজেই লোকজন একজন অন্যদের সাথে কলে যুক্ত হতে পারবেন। এই ফিচারটি অনেকটা জুম ও গুগল মিটস এর মতোই।
তবে একাউন্ট ছাড়া লিংক ব্যবহার করে হোয়াটসঅ্যাপ কলে যুক্ত হওয়া যাবে কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি হোয়াটসঅ্যাপ। তবে আশা করি কয়েক সপ্তাহের মধ্যেই আমরা জানতে পারব এই ফিচারটি ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপ একাউন্ট দরকার হবে কি-না।
এই সপ্তাহে হোয়াটসঅ্যাপ এর হেড, উইল ক্যাথকার্ট একটি টুইট এর মাধ্যমে Call Links ফিচারয়ি ঘোষণা করে। এর পাশাপাশি মেটা’র সিইও মার্ক জাকারবার্গ আরেকটি নতুন হোয়াটসঅ্যাপ ফিচার সম্পর্কে জানান যেটা শীঘ্রই আসতে চলেছে। এক ফেসবুক পোস্টে মার্ক জাকারবার্গ জানান ৩২জনের এনক্রিপটেড ভিডিও কল নিয়ে কাজ করছে মেটা। তবে কখন এই ফিচার সবার জন্য উন্মুক্ত করা হবে, সে সম্পর্কে কিছু জানায়নি মেটা।
০ টি মন্তব্য