দীর্ঘ সময় বন্ধ থাকার পর অনলাইনে আয়কর রিটার্ন জমা দেয়ার পদ্ধতি আবার চালু করা হয়েছে। ১ নভেম্বর থেকে প্রত্যেক কর অঞ্চলে যে করমেলা হবে সেখানে করদাতারা প্রচলিত প্রথার পাশাপাশি অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। এই কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
গত ২৭ অক্টোবর এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন মিলনায়তনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিম। তিনি জানিয়েছেন, অনলাইন রিটার্ন দাখিল সুবিধার্থে প্রতিটি কর অঞ্চলে দুটি করে ই-রিটার্ন হেল্প ডেস্ক থাকবে। এই ডেস্ক থেকে করদাতাদের রিটার্ন ফরম পূরণসহ আয়কর-সংক্রান্ত যাবতীয় সেবা দেয়া হবে।
০ টি মন্তব্য