চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে টেলিযোগাযোগ খাতের বৃহত্তম কোম্পানি গ্রামীণফোনের মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৮০ শতাংশ কমেছে।
জুলাই-আগস্ট সেপ্টেম্বরে গ্রামীণফোন প্রতি শেয়ারে ৬ টাকা ৩৪ পয়সা মুনাফা করেছে, যা আগের বছর এই সময় ৬ টাকা ৫৯ পয়সা ছিল।
গ্রামীণফোনের পক্ষ থেকে গত ২১ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জকে দেয়া মুনাফার তথ্য অনুযায়ী, অর্থবছরের নয় মাসে গ্রামীণফোন প্রতি শেয়ারে ১৯ টাকা ২৩ পয়সা মুনাফা করেছে। আগের বছর এই সময়ে তা ১৯ টাকা ৮৯ পয়সা ছিল। সে হিসাবে নয় মাসে শেয়ারপ্রতি মুনাফা ৩ দশমিক ৩০ শতাংশ কমেছে।
তৃতীয় প্রান্তিকের হিসাব অনুযায়ী, এই সময়ে মোট ৩ হাজার ৬২১ কোটি টাকার রাজস্ব অর্জন করেছে গ্রামীণফোন। এই আয় গত বছরের একই সময়ের তুলনায় ১.৮ শতাংশ বেশি। ১৬ লাখ নতুন গ্রাহক অর্জন করার মাধ্যমে প্রান্তিক শেষে প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮.৩৬ কোটিতে, যা আগের বছর একই সময়ের তুলনায় ৭.৭ শতাংশ বেশি। মোট গ্রাহকদের মধ্যে তৃতীয় প্রান্তিক শেষে ৪.৬১ কোটি বা ৫৫.১ শতাংশ, ইন্টারনেট ব্যবহার করছে।
০ টি মন্তব্য