https://powerinai.com/

সাম্প্রতিক তথ্য

সনি দেশে কারখানা করছে, শুরুতে টিভি উৎপাদন

সনি দেশে কারখানা করছে, শুরুতে টিভি উৎপাদন সনি দেশে কারখানা করছে, শুরুতে টিভি উৎপাদন
 

সনি দেশে কারখানা করছে, শুরুতে টিভি উৎপাদন


সনির টিভি, ক্যামেরা, মোবাইল ফোনসহ অসংখ্য প্রযুক্তি পণ্যের সমাহার বিশ্বের ঘরে ঘরে। এবার এই সনির কারখানা হবে বাংলাদেশে। দেশের অন্যতম প্রযুক্তি ব্যবসায় প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিসের সঙ্গে যৌথভাবে এই কারখানা হবে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে। ২০২৩ সালের মধ্যেই তারা চেষ্টা করবেন কারখানা নির্মাণের কাজ শেষ করতে। শুরুতে সনির টেলিভিশন প্রস্তুত হবে এখানে।


তিনি বলেন, ইতোমধ্যে আমরা হাইটেক পার্কে জায়গা বরাদ্দ পেয়েছি। আমাদের কারখানা প্রস্তুত হয়ে গেলে, দেশেই উন্নতমানের পণ্য উপাদন করতে পারবো আমরা। আমাদের মূল লক্ষ্য নিজেদের উৎপাদিত পণ্য দেশের বাজারের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা।”


বুধবার রাজধানীর একটি হোটেলে সনি’র অ্যান্ড্রয়েড টেলিভিশন ব্র্যাভিয়া কে সিরিজে’র উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন স্মার্ট টেকনলোজিস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল ইসলাম।


এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং সনি সাউথ-ইস্ট এশিয়া আরএমডিসি প্রেসিডেন্ট আতসুশি এন্দো ।


ওই অনুষ্ঠানে জাপান রাষ্ট্রদূত বলেন, আগামী বছর বাংলাদেশে জাপানের সনি কোম্পানির কারখানা চালু হতে যাচ্ছে, এটা দারুণ সংবাদ। বাংলাদেশে মানুষের ক্রয় ক্ষমতা বাড়তে থাকায় নতুন একটি ভোক্তা শ্রেণি তৈরি হয়েছে।আতসুশি এন্দোও জানালেন বাংলাদেশে সনির কারখানা নির্মাণের কথা। মোহাম্মদ জহিরুল ইসলামও তার বক্তব্যে দ্রুতই কারখানা নির্মাণ শেষ করে স্থানীয় উৎপাদনে যাওযার কথা জানান।


প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, “ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান – স্মার্ট টেকনোলোজিস (বিডি) লিঃ-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, শেখ হাসিনার পক্ষ থেকে, আমি সনি কর্পোরেশন এবং স্মার্ট টেকনোলোজিস (বিডি) লিঃ-এর এই উদ্যোগকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। স্মার্ট টেকনোলোজিস (বিডি) লিঃ দেশকে আরও গতিশীল করবে, দেশে সনি’র ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে, সারা বিশ্বে আমাদের গর্বের দেশ হবে বাংলাদেশ। জাপানি উদ্যোক্তারা এদেশে আসছে, স্মার্ট টেকনোলোজি (বিডি) লিঃ-এর সেবার ওপর বিশ্বাস করে, আস্থা রেখে এবং বিপণন ও প্ৰতিশ্ৰুতির ওপর নির্ভর করে।”


জাহিদ ফারুক আরও বলেন, “আজকের এই অনুষ্ঠানে একইসঙ্গে সনি-এর উদ্ভাবক দেশ, জাপানের রাষ্ট্রদূতকে পেয়ে স্মার্ট টেকনোলোজিস (বিডি) লিঃ-এর জেনুইন প্রোডাক্ট-এর ব্যাপারে আমার আত্মবিশ্বাস আরও মজবুত হলো। যেহেতু জাপানের সনি সঙ্গে আছে, তাই আমি আস্থার সাথে বলতে পারি, সবাই স্মার্ট টেকনোলোজি (বিডি) লিঃ থেকে জেনুইন প্রোডাক্ট পাবে জেনুইন প্রাইসে আর জেনুইন সার্ভিসে।


স্মার্ট ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম বলেন, “বিশ্বব্যাপি আইটি, আইসিটি এবং ইলেকট্রনিক্স পণ্য একই ছাতার নিচে চলে আসছে। স্মার্ট টেকনোলজিস এই ডিজিটাল বিবর্তনের বাইরে নয়। এ কারণেই আমরা দেশের প্রথম প্রযুক্তিপণ্যের প্রতিষ্ঠান হিসেবে ইলেকট্রনিক্স পণ্য বাজারজাত করছি। আমরা জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করছি। এরমধ্যে সনি-স্মার্ট গ্রাহকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আজকে থেকে বাজারে আসা ব্রাভিয়া ‘কে’ সিরিজের টেলিভিশনগুলো আমাদের ক্রেতাদের আরও বেশি বিনোদিত করবে বলেই আমি বিশ্বাস করি।”


অনুষ্ঠানে জানানো হয়, আজ আনুষ্ঠানিক উন্মোচনের মাধ্যমে দেশের বাজারে সনি ব্রাভিয়া কে সিরিজের ৫৫ ইঞ্চি ও ৬৫ ইঞ্চি আকারের ২টিওএলইডি মডেলসহ মোট ১৮টি মডেলের ৭টি স্ক্রিন সাইজের টিভি রয়েছে। এরমধ্যে ৩২ থেকে ৮৫ ইঞ্চি পর্যন্ত আকারে কে সিরিজের টিভি বাজারে ছেড়েছে স্মার্ট টেকনোলজিস।


২০২১ সালের ২৬ নভেম্বর বাংলাদেশে সনির পণ্য এবং অন্যান্য পরিষেবা বিক্রি করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলোজিস। প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের প্রায় ৮৫টি ব্র্যান্ডের তথ্যপ্রযুক্তি পণ্য বাজারজাত করছে।








১ টি মন্তব্য

  • Md Shamim Miah

    Md Shamim Miah

    ২০২২-১০-১২ ১৩:১৮:১৯

    Good news for us.



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।