কমপিউটার জগৎ এর পক্ষ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। সাউথ বাংলা কম্পিউটার্স এর সহযোগিতায় এই প্রতিযোগিতায় মোট ১৫ টি পুরস্কার প্রদান করা হবে। মোট ৪ টি পর্যায়ে এই পুরস্কার প্রদান করা হবে। সুপার ১২ পর্যায়ে ২২ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত এই রাউন্ডে মোট ১০ জন বিজয়ীকে গেমিং মাউস প্রদান করা হবে। ৯-১০ নভেম্বর অুনষ্ঠিত দু’টি সেমিফাইনালে ২ জনকে টেন্ডা রাউটার প্রদান করা হবে, ফাইনালে চুড়ান্ত বিজয়ী দুইজন পাবেন কীবোর্ড ওয়্যারলেস কম্বোসহ আকর্ষণীয় পুরস্কার এবং ম্যান অফ দ্যা ম্যাচে ১ জনকে টেন্ডা রাউটার প্রদান করা হবে । ২২ অক্টোবর থেকে শুরু হয়ে এই কুইজ চলবে ১৩ নভেম্বর ২০২২ পর্যন্ত।
কুইজে অংশগ্রহণের নিয়মাবলী
১. একজন ব্যবহারকারী নিজের নাম, একটি ইমেল এড্রেস ও একটি মোবাইল নাম্বার দিয়ে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
২. ৪টি প্রতিযোগিতায় একজন ব্যক্তি সর্বোচ্চ ৪ বার খেলায় অংশ নিতে পারবে। অর্থ্যাৎ একটি খেলায় তিনি একবারই অংশ নিতে পারবেন।
৩. অসম্পূর্ণ মোবাইল নাম্বার, ইমেল এড্রেস ব্যবহারকারী বাতিল বলে গণ্য হবে।
৪. কুইজে অংশগ্রহণকারীরদের মধ্যে একাধিক বিজয়ীদের মধ্য থেকে লটারীর মাধ্যমে নির্ধারিত বিজয়ীকে নির্বাচন করা হবে।
৫. সুপার ১২ এর বিজয়ীদের পুরষ্কার কুরিয়ার করে পাঠানো হবে।
৬. বাকি পুরষ্কারগুলো (সেমিফাইনাল, ফাইনাল রাউন্ড) ঢাকায় অনুষ্ঠিতব্য পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রদান করা হবে।
৭. পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।
৮. খেলা/কুইজ প্রতিযোগিতা বিষয়ে যে-কোন সিদ্ধান্ত কমপিউটার জগৎ কর্তৃপক্ষ নিতে পারবে।
৯. সর্বোচ্চ সঠিক উত্তর দাতারা বিজয় হিসাবে মনোনীত হবে ।
২ টি মন্তব্য
Ahmed shuvo
২০২২-১০-২২ ১৭:১৬:৩৩Thats great
Md. Mohsin
২০২২-১০-২৩ ১৮:২৭:৩৩Good