তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় স্থাপিত বাংলাদেশ সরকারের
জাতীয় কমপিউটার ইনসিডেন্ট রেসপন্সটিম ‘বিজিডি ই-গভসার্ট’–এর বাৎসরিক আয়োজনে আজ ব্যাংক
ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের জন্য একটি সাইবার ড্রিল অনুষ্ঠিত
হয়।
এ
সাইবার ড্রিলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হতে
৫০টি টিমে ২৩২ জন সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন। ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ইবিএল ডিফেন্ড এস টিম, এক্সিম ব্যাংক লিমিটেডের ইএক্সএম সাইবার রেঞ্জারর্স এবং
বিকাশ লিমিটেডএর এরিয়া সেভেনটিওয়ান টিম উক্ত ড্রিলে যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান
অধিকার করে। উক্ত টিম সমূহের প্রাপ্ত স্কোর সমান হলে ও সঠিক উত্তর আগে প্রদান করার
ভিত্তিতে সিস্টেম থেকে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারিত হয়।
এবারের সাইবার ড্রিলের প্রতিপাদ্য বিষয় ছিল Quick Response for Cyber Incident। ‘ফিনান্সিয়াল ইন্সটিটিউশন সাইবার ড্রিল ২০২২’ এর ফলাফল https://cyberdrill.cirt.gov.bd/scoreboard ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।
০ টি মন্তব্য