সামাজিক যোগাযোগ জায়ান্ট মেটা ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের পর এবার স্মার্ট ডিসপ্লে ‘পোর্টাল’ একটি স্মার্টওয়াচ তৈরির প্রকল্প বন্ধ করতে যাচ্ছে । এর ফলে কোম্পানিটির গোটা হার্ডওয়্যার প্রকল্পই বন্ধ হয়ে যাচ্ছে।
মেটার নির্বাহীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছিলো, কোম্পানির অভ্যন্তরীণ অবকাঠামো ঢেলে সাজাচ্ছে মেটা। মেসেজিং দলের সঙ্গে একিভূত হচ্ছেন ভয়েস ও ভিডিও কল সেবার কর্মীরা।
মেটার যে ১১ হাজার কর্মী চাকরি হারাচ্ছেন, তাদের প্রায় ৪৬ শতাংশ নতুন উদ্ভাবনী প্রযুক্তি পণ্য নিয়ে কাজ করতেন বলে জানিয়েছে রয়টার্স; বাকি ৫৪ শতাংশ কাজ করতেন কোম্পানির ব্যবসায়ীক দিক নিয়ে।
খবরে বলা হয়, গত জুন মাসেই গোপনেই পোর্টাল-এর উৎপাদন বন্ধ করে দিয়েছে মেটা। অন্যদিকে যে দুটি স্মার্টওয়াচ প্রকল্প বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মধ্যে সবচেয়ে এগিয়ে ছিল ‘মিলান’ নামের একটি স্মার্টওয়াচ। আগামী বছরের বসন্তে ডিভাইসটি বাজারজাত করার পরিকল্পনা ছিলো।
এ বিষয়ে মেটার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।