MSI12thGen ল্যাপটপ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশেও আজ থেকে এক যোগে যাত্রা শুরু করলো MSI 12th Gen ল্যাপটপ। দেশের স্বনামধন্য আইটি পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান UCC,MSI 12th Gen ল্যাপটপ যাত্রা শুরু উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন, যেখানে উপস্থিত ছিলেন UCC ডিজিএম - চ্যানেল সেলস্, জনাব শাহীন মোল্লা, এজিএম - হেড অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট, জনাব জায়নুস সালেকীন ফাহাদ, সিনিয়র ম্যানেজার - প্রাডাক্ট ম্যানেজমেন্ট, জনাব নূরুল আলম ভুইয়া মিনার, MSI প্রোডাক্ট ম্যানেজার কাষ্টমাইজ্ড স্যলুশন, জনাব হুমায়ুন কবীর, গঝও মার্কেটিং স্পেশালিষ্ট-নোটবুক, জনাব ফারদিন হোসেন, MSI চ্যানেল সেল্স ম্যানেজার-নোটবুক জনাব, ইসমাইল হোসেন ও ডেপুটি ম্যানেজার প্রডাক্ট ম্যানেজমেন্ট মনোজ কান্তি পাল সহ অনেকে ।
উল্লেখ্য MSI 12th Gen ল্যাপটপ এর দুইটি মডেল বাংলাদেশের বাজারে পাওয়া যাবে মডেল গুলো হলো: Katana GF 66 12UD এবং Stealth GS66 12UGS. এই ল্যাপটপ গুলোতে রয়েছে উন্নত ফিচার ও আকর্ষণীয় ডিজাইনের সমন্বয়। নতুন ল্যাপটপ গুলোতে রয়েছে হাইব্রিড মাল্টিকোর ফিচার যা গেমিং ও মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে গ্রাহদের দিবে অভুতপূর্ব পারর্ফমেন্স এর নিশ্চয়তা। এছাড়াও ল্যাপটপ গুলোতে রয়েছে Hybrid Core Architecture, Cooler Trinity+, Wi-Fi 6Gig+ Technology, PCIe Gen 4 SSD, Nahimic Audio Technology, Thunderbolt4,True Color Technology, Dynaudio sound system এরমত আকর্ষণীয় সব ফিচার। পণ্যটি বর্তমানে UCC ও UCC এর নির্ধারিত সকল ডিলারশপে পাওয়া যাবে। পণ্য গুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.ucc-bd.com
অথবা ফোন করুনঃ ০১৮৩৩৩৩১৬০১-১৭।
০ টি মন্তব্য