অ্যাপল-১ কমপিউটারের মূল বিজ্ঞাপনটি স্টিভ জবস নিজেই লিখেছেন। বোস্টনভিত্তিক আরআর অকশন কম্পানি বিজ্ঞাপনটি নিলামে তুললে তা বিক্রি হয় এক কোটি ৯১ লাখ টাকায়। অ্যাপলের প্রথম দিকে, সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস প্রভাবশালী ছিলেন। সবকিছু তার নিয়ন্ত্রণে।
টেকনিশিয়ান হলেও কমপিউটারের বিজ্ঞাপনও তিনি নিজেই লিখতেন। স্টিভ কমপিউটারের বিভিন্ন স্পেসিফিকেশন তুলে ধরেন। বিজ্ঞাপনটি ১৯৭৬ সালের জুলাই মাসে ইন্টারফেস ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল।
০ টি মন্তব্য