গুগল ফটোস আসলে আপনাকে ডুপ্লিকেট ছবি বা ভিডিও আপলোড করতে দেয় না। আপনি যদি এমন কোনো ভিডিও বা ছবি বা কোনো ফাইল সম্বলিত ফোল্ডার আপলোড করতে দেন যেটি আপনার লাইব্রেরিতে আগে থেকেই আছে তাহলে এটি আপলোড হবার মোশন চালালেও বাস্তবিক অর্থে যেগুলো পুনরায় আপলোড করতে বলা হয়েছে সে সকল ছবি বা ভিডিও এটি আপলোড করবে না।
আপনার ক্লাউডে সব কিছু খুব ভালো ভাবে গুছিয়ে রাখতে গুগল ফটোস সাহায্য করে। আপনি যদি আপনার ছবি বা ভিডিও অরিজিনাল কোয়ালিটিতে গুগল ফটোস এ সংরক্ষণ করে রাখেন তাহলে আপনার সেটি আর লোকাল কম্পিউটারে সংরক্ষণ করে রাখার দরকার নেই। এতে করে ছবি বা ভিডিও এর ডুপ্লিকেট কপি হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। আপনার যখন পুনরায় ওই ছবি বা ভিডিওগুলোর দরকার পড়বে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। গুগল ফটোস আপনাকে এখন আর কোনো একটি লোকাল হার্ড ড্রাইভ ফোল্ডারের সাথে আপনার ক্লাউড লাইব্রেরি সিংক করার কোনো প্রকার অপশন দেয় না। আপনার যদি ব্যাক আপ কপির দরকার পড়ে তাহলে আপনাকে গুগল ফটোস থেকে ম্যানুয়ালি অথবা গুগল টেক আউট ব্যবহার করতে হবে।
বর্তমানে গুগল ফটোসে অটোমেটিক ডুপ্লিকেট ফটো ডিলিট করার সহজ কোনো ব্যবস্থা নেই। তবে আপনি চাইলে গুগল ফটো লাইব্রেরি ওপেন করে ম্যানুয়ালি ফটোগুলো সিলেক্ট করে সেগুলো ডিলিট করতে পারবেন। এছাড়া আগে থেকে যদি আপনার গুগল ফটোসে অনেকগুলো ডুপ্লিকেট ফটো আপলোড করা থাকে তাহলে গুগলের এআই সেগুলো সনাক্ত করে আপনাকে নোটিফিকেশন দেখাতে পারে। সেক্ষেত্রে আপনি সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন।
০ টি মন্তব্য