অ্যান্ড্রয়েড এর সেরা কিছু সুবিধার মধ্যে একটি হলো থার্ড পার্টি অনেকগুলো কিবোর্ড সফটওয়্যার ব্যবহার করার অপশন থাকা। কিন্তু এদের মধ্যে গুগলের নিজস্ব জিবোর্ড কিবোর্ড সম্ভবত সেরা একটি অপশন। গুগলের জিবোর্ড বাংলা কিবোর্ড হিসেবেও অত্যন্ত জনপ্রিয়। সারা বিশ্বের প্রচুর পরিমাণে মানুষ এটি ব্যবহার করছে। এটি একটি অত্যন্ত ফিচার সমৃদ্ধ অ্যাপ। এসকল ফিচার ব্যবহার করলে আপনার টাইপিং করার অভিজ্ঞতা আরো অনেক উন্নত হবে। আমাদের আজকের এই আর্টিকেলে আমরা জিবোর্ডের কিছু গুরুত্বপূর্ণ ফিচার এবং সেগুলোর সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
হাইট এডজাস্ট করা
একটি ভার্চুয়াল কিবোর্ড এর ক্ষেত্রে সবচেয়ে দুর্দান্ত জিনিস হলো এটি আপনার টাইপিং এর প্রয়োজনের সাথে মানানসই উপায়ে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। একই সাথে আপনার হাতের সাইজের উপর ভিত্তি করেও এটি পরিবর্তন করা সম্ভব।
নাম্বার সারি চালু করা
বাই ডিফল্ট জিবোর্ড “?” কি এর পিছনে কি বোর্ডের নাম্বার রেখে থাকে। কিন্তু এমন ও হতে পারে যে আপনি খুব বেশিরভাগ সময়ই নাম্বার ব্যবহার করে থাকেন তাহলে আপনার এক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে।
থিম পরিবর্তন করা
আপনার পছন্দমত আপনার কি বোর্ড পার্সোনালাইজ করার জন্য জিবোর্ড আপনাকে নানা ধরনের থিম প্রদান করে থাকে। আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড এর থিমের সাথে ম্যাচ করে জিবোর্ডের থিম নির্বাচন করতে পারবেন।
ইমোজি ম্যাশ আপ তৈরি করা
কিবোর্ডের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলোর মধ্যে একটি হলো ইমোজি কিচেন। এটি আপনাকে খুব সহজেই দুইটি ইমোজি ব্যবহার করে একটি নতুন ইমোজি তৈরি করার সুযোগ করে দেয়।
ক্লিপবোর্ড এক্সেস করা
আপনি হয়তোবা জানেন যে অ্যান্ড্রয়েড ডিভাইসে আপনি খুব সহজেই কপি এবং পেস্ট করতে পারেন। কিন্তু এগুলো মূলত কোথায় সেভ হয়? অ্যান্ড্রয়েড এর মূলত একটি ক্লিপবোর্ড অপশন আছে।
কিবোর্ডের সাউন্ড বন্ধ করা
একটি ভার্চুয়াল কিবোর্ডে আসল কিবোর্ড এর মত কোন ধরনের শব্দ করে থাকে না এবং একজন ব্যবহারকারী হিসেবে আপনি এই জিনিসটাই পছন্দ করে থাকেন। গুগলের জিবোর্ডে কি প্রেস করার শব্দ খুব সহজেই বন্ধ করা যায়।
ডিকশনারিতে শব্দ অথবা ফ্রেজ যুক্ত করা
সাধারণ শব্দ সঠিক করার ক্ষেত্রে অটো কারেক্ট খুব ভালো ভূমিকা পালন করে থাকে তবে আপনার কাছে যে সকল শব্দ ইউনিক সেগুলো অটো কারেক্ট না বুঝেই পরিবর্তন করে দিতে পারে।
কিবোর্ড এক হাতের মোডে রাখা
আপনার অ্যান্ড্রয়েড ফোন আপনার পছন্দের তুলনায় বড় সাইজের হতে পারে। এটি আসলে মূলত আধুনিক স্মার্টফোনের বিকাশের কারণে হয়ে থাকে। তবে এক্ষেত্রে ভালো সংবাদ হলো এই যে আপনি চাইলে আপনার জিবোর্ডকে এক হাতের মাধ্যমে ব্যবহার করতে পারবেন।
ভয়েস টাইপিং
জিবোর্ড কিবোর্ডের উপরের দিকে ডান পাশে একটি মাইক্রোফোনের চিহ্ন দেখতে পাবেন যেখানে ক্লিক করে আপনি ভয়েস টাইপিং ব্যবহার করতে পারবেন। তবে এজন্য প্রথমে জিবোর্ড সেটিংস থেকে আপনাকে ফিচারটি অন করে নিতে হতে পারে।
০ টি মন্তব্য