রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে চলছে অডিও-ভিডিও অনুষঙ্গের বিশেষায়িত ব্র্যান্ড ‘জাবরা’ প্রোডাক্ট শোকেইসের রোড-শো। এ উপলক্ষে কমপিউটার মার্কেটটির নিচ তলা সেজেছে বর্ণীল সাজে। চলতি পথেই উৎসবে ঢুঁ মেরে লাকি ড্র-তে মিলছে তীর ছুঁড়ে লক্ষ্য ছোঁয়া উপহার। এছাড়াও জাবরার সর্বশেষ মডেলের কমপিউটার পেরিফেরালের সঙ্গে ১০ ধরনের হেড সেট, ৬ ধরনের অডিও কনফারেন্সিং থাকছে।
৩ প্রকারের ভিডিও কনফারেন্স এর টাচ অ্যাড ফিল অভিজ্ঞতা দিচ্ছে বাংলাদেশে ব্র্যান্ডটির এক্সক্লুসিভ পরিবেশক টেক রিপাবলিক। অভিজ্ঞতা নিয়ে এসব ডিভাইস ক্রয়ে ডিসকাউন্ট কুপনও পাচ্ছেন দর্শনার্থীরা। আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্য পর্যন্ত চলবে এই আয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে স্বয়ংক্রিয়ভাবে ‘ভার্চুয়াল রুম’ স্থাপনের মাধ্যমে ‘অন দ্য গো’ গুরুত্বপূর্ণ বৈঠক সেরে নেওয়ার দুর্দান্ত সলিউশনের ব্যবহারও দেখানো হচ্ছে পণ্য পদর্শনীর একক আয়োজনে।
এর আগে মাল্টিপ্লান দোকান মালিক সমিতির নেতাদের সঙ্গে নিয়ে রবিবার বিকেলে কেক কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন টেক রিপাবলিক ব্যবস্থাপনা পরিচালক এইচ এম ফয়েজ মোর্শেদ। এসময় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মেহেদী হাসান এবং জাবরার এন্টারপ্রাইজ বিজনেস বিভাগের পরিচালক ইয়োগেস ক্যালে।
মাল্টিপ্লানে চলছে জাবরা রোড শো
মাল্টিপ্লানে চলছে জাবরা রোড শো
কমপিউটার জগৎ রিপোর্ট৪৯১৫ টি প্রবন্ধ
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








.png)


০ টি মন্তব্য