https://gocon.live/

কোকা-কোলা নগদে পেমেন্টে করে বিশ্বকাপের টিকেট জিতুন

কোকা-কোলা নগদে পেমেন্টে করে বিশ্বকাপের টিকেট জিতুন কোকা-কোলা নগদে পেমেন্টে করে বিশ্বকাপের টিকেট জিতুন
 

কোকা-কোলা আপনার তৃষ্ণা মেটাবে এবং নগদে পেমেন্ট করে মাঠে বসে দেখুন বিশ্বকাপের খেলা। নির্ধারিত সুপারমার্কেট থেকে ২.২৫ লিটার ২টি কোকা-কোলার কিনে, কমপক্ষে ৫০০ টাকা নগদে পেমেন্ট করুন। তারপর একটি কোকা-কোলার ফটো তুলুন এবং রেজিস্ট্রেশন করে, জিতে নিতে পারেন ICC Men's Cricket World Cup 2023-এর ১টি টিকেট। নগদ গ্রাহকগণ নির্দিষ্ট সুপার ষ্টোর থেকে ২টি ২.২৫ লিটার কোকাকোলা সহ কমপক্ষে ৫০০ টাকার কেনাকাটা করলে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন।

সুপার ষ্টোর এর তালিকাঃ
১ আগোরা
২ মিনা বাজার
৩ স্বপ্ন
৪ প্রিন্স বাজার
৫ হোলসেল ক্লাব
৬ ডেইলি শপিং

বিস্তারিত:
সফলভাবে কেনাকাটা করার পর নগদ গ্রাহকগণ নগদ ওয়ালেট এবং ২টি কোক এর বোতল এর একটি ছবি নগদ এর নির্দিষ্ট মাইক্রোসাইট পোর্টাল (https://nagad.io/uc0) এ শেয়ার করবেন। মাইক্রোসাইট এর লিংক গ্রাহক এসএমএস এর মাধ্যমে অথবা QR কোড স্ক্যান করে পাবেন। এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করা সকল নগদ গ্রাহকদের থেকে দৈবচয়ন ভিত্তিতে বাছাই করা ১০০ জন নগদ গ্রাহক ফ্রি বিশ্বকাপ টিকেট পাবার যোগ্য হবেন।

কোক এবং নগদ মাইক্রো সাইট এর তথ্যের উপর ভিত্তি করে ১০০ জন গ্রাহক বাছাই করবে। একজন নগদ গ্রাহক পুরো ক্যাম্পেইন চলাকালীন সময়ে একবার এই অফারটি উপভোগ করতে পারবেন। বিশ্বকাপ টিকেট সংক্রান্ত সকল দায় দায়িত্ব কোক বহন করবে। নগদ শুধুমাত্র পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে দায়বদ্ধ এই ক্যাম্পেইনটি ১২ই অক্টোবর ২০২৩ থেকে শুরু হয়ে ২১শে অক্টোবর ২০২৩ পর্যন্ত চলবে।

মোবাইল নেটওয়ার্ক, মোবাইল হ্যান্ডসেট অথবা মোবাইল হ্যান্ডসেট সংক্রান্ত অন্য কোন কারনে যদি কোন নগদ গ্রাহক মাইক্রোসাইট লিংক এর এসএমএস না পেয়ে থাকেন তবে এর দায়ভার নগদ বহন করবেনা। এই ক্যাম্পেইনে বিজয়ী নগদ গ্রাহকদের ছবি নগদ এর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে শেয়ার করা হবে ক্যাম্পেইন পিরিয়ড পরে ।

যদি কোনও বিজয়ী এই ক্যাম্পেইনের শর্তাবলী পরিপালনে ব্যার্থ হন তবে তিনি পুরস্কারটির অযোগ্য বলে বিবেচিত হবেন। যদি গ্রাহকের অ্যাকাউন্টটি কোন কারণে ‘স্থগিত’ অবস্থায় থাকে, তবে উক্ত অ্যাকাউন্টটি এই ক্যাম্পেইন এর আওতাধীন হিসেবে বিবেচিত হবে না। এই ক্যাম্পেইনটির শর্তাবলী পরিবর্তন/পরিবর্ধন করার কিংবা কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার ‘নগদ’ কর্তৃক সংরক্ষিত।

এই ক্যাম্পেইন সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার ‘নগদ’ কর্তৃক সংরক্ষিত এবং এ সংক্রান্ত নগদ-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।