https://gocon.live/

শেষ হলো ড্যাফোডিল অষ্টম সিজেন নেটওয়ার্কিং কনফারেন্স

শেষ হলো ড্যাফোডিল অষ্টম সিজেন নেটওয়ার্কিং কনফারেন্স শেষ হলো ড্যাফোডিল অষ্টম সিজেন নেটওয়ার্কিং কনফারেন্স
 

গত ২৯ অক্টোবর, ২০২৩ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, গণমাধ্যম ও যোগাযোগ বিভাগ এবং ডয়চে ভেলে(ডিডব্লিউ) এর যৌথ প্রযোজনায় ড্যাফোডিল স্মার্ট সিটি, বিরুলিয়ায় সফলভাবে সম্পন্ন  হয়েছে দুই দিন ব্যাপী আয়োজিত "বাংলাদেশে স্থানীয় ও আঞ্চলিক গণমাধ্যমের জন্য অর্থনৈতিক স্থায়িত্ব নিশ্চিতকরণ" শীর্ষক অষ্টম সিজেন বাংলাদেশ নেটওয়ার্কিং সম্মেলন ২০২৩।

সাংবাদিকতা, গণমাধ্যম এবং যোগাযোগ বিভাগের শীর্ষস্থানীয় গণমাধ্যম বিশেষজ্ঞ, আঞ্চলিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষকসহ  প্রায় ৭০ জন প্রতিনিধি এই  সম্মেলনে সমবেত  হন। গত ২৯ অক্টোবর দেশের রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও , সিজেন বাংলাদেশ নেটওয়ার্কিং কনফারেন্স ২০২৩-এর দ্বিতীয় দিনে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বহু সম্মানিত অতিথি অংশ নেন।

সম্মেলনের এই সমাপনী অধিবেশনে “মানসম্পন্ন  সাংবাদিকতা ও রাজস্ব: সাংবাদিকতা শিক্ষা এবং পেশাদারিত্বে ভবিষ্যতের সাংবাদিকদের জড়িত করা" বিষয়ক কর্মশালা পরিচালনা করেন জনাব কাজী এম আনিসুল ইসলাম, সহকারী অধ্যাপক এবং চেয়ারম্যান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়,যার মাধ্যমে দু'দিনের অধিবেশনে আলোচিত বিষয়গুলির সমাধান বের করার চেষ্টা করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে একজন, জনাব এ বি এম জাবেদ সুলতান পিয়াস, প্রধান ডিজিটাল বিজনেস অফিসার, প্রথম আলো, বলেন, "প্রথম আলো গণমাধ্যম হিসেবে সর্বপ্রথম দেশে অনলাইনে রাজস্ব আয়ের যাত্রা শুরু করেছে।

সব সংবাদপত্রের জন্য এখনই তাদের অনলাইন উপস্থিতি প্রতিষ্ঠা করার উপযুক্ত সময়। তাদের উচিত ফেসবুক ও ইউটিউবের মতো মাধ্যম ব্যবহার করা এবং নিজস্ব ওয়েবসাইটগুলি থেকে উৎপন্ন আয় তদারকির উপর জোর দেয়া"। একইসাথে দুই দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিনে (২৯ অক্টোবর২০২৩)" ডিআইইউ ২০২৩ ঘোষণা: একটি টেকসই ভবিষ্যতের জন্য স্থানীয় ও আঞ্চলিক মিডিয়ার অগ্রগতি এবং পরবর্তী সম্মেলনের সূচনা" বিষয়ক খসড়া নীতি উপস্থাপন করা হয়েছিল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ। তিনি বলেন, “সংবাদপত্র এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমগুলোকে সংবাদ প্রকাশে সতর্কতা অবলম্বনের পাশাপাশি অনলাইন উপস্থিতিও বাড়াতে হবে। আমি বিশ্বাস করি সরকার এগুলো বাস্তবায়নে কোনো কমতি রাখবেন না। এক্ষেত্রে সমস্ত অংশীদারদের কাছ থেকেও একটি সম্মিলিত প্রতিশ্রুতি প্রয়োজন”।

ডিআইইউ ২০২৩ ঘোষণা বিষয়ক অধিবেশন পরিচালনায় সভাপতির দায়িত্বে ছিলেন অধ্যাপক ড. গোলাম রহমান , প্রধান পৃষ্ঠপোষক,সাংবাদিকতা ও গণযোগাযোগ, ডিআইইউ এবং সহ-সভাপতি ড. মো. নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক,গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মেলনের সহ-আহবায়ক আফতাব হোসেন, সহকারী অধ্যাপক ও সাংবাদিকতা, গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের প্রধান।

সবশেষে ধন্যবাদ ও কৃতজ্ঞতাসূচক বক্তব্য রাখেন সম্মেলনের আহবায়ক ড. মোঃ আব্দুল কাবিল খান, সহযোগী অধ্যাপক, সাংবাদিকতা, গণমাধ্যম ও যোগাযোগ বিভাগ, ডিআইইউ। ২৮ অক্টোবর  উদ্বোধনী অধিবেশনে “স্থানীয় এবং আঞ্চলিক গণমাধ্যম: প্রতিকূল সময়ে টিকে থাকা”শীর্ষক বক্তৃতায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী।

এছাড়াও  অনুষ্ঠিত হয়েছিল “স্থানীয় এবং আঞ্চলিক মিডিয়ার দৃশ্যপট বোঝা” এবং অংশীজনদের নিয়ে “বাংলাদেশী আঞ্চলিক গণমাধ্যমের জন্য উদ্ভাবনী জীবিকার মানদণ্ড অন্বেষণ” শীর্ষক দুটি পূর্ণাঙ্গ অধিবেশন। একইসাথে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গল্প বলার কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।