https://gocon.live/

ই-ক্যাব সদস্যদের বাসাবো বিজনেস মিটআপ

ই-ক্যাব সদস্যদের বাসাবো বিজনেস মিটআপ ই-ক্যাব সদস্যদের বাসাবো বিজনেস মিটআপ
 

ই-কমার্স খাতের ট্রেডবডি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) উদ্যোগে বাসাবো বিজনেস মিটআপের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার রাজধানীর বাসাবো এলাকার একটি কনভেনশন সেন্টারে এই মিটআপ অনুষ্ঠিত হয়। ই-ক্যাব ফোরাম এফ-কমার্স এলায়েন্স এই মিটআপ আয়োজন করে।

সমাবেশে বাসাবো, খিলগাঁও, মালিবাগ, কমলাপুর, মুগদা, মানিকনগর, মতিঝিল ও আশপাশের এলাকার ৫৬ জন ইক্যাব সদস্য সহ মোট ৭৮ জন উপস্থিত ছিলেন। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-ক্যাব ট্যাক্সি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও কো-চেয়ারম্যানরা। বিকাল ৫টায় মিটআপের কার্যক্রম শুরু হয়।

আয়োজক ছিলেন ই-ক্যাবের পরিচালক সাইদুর রহমান। সদস্যদের রেজিস্ট্রেশনের সম্পন্ন হওয়ার পর এফ কমার্স এলায়েন্স এর মেম্বার সেক্রেটারি সৈয়দা ফাতিমা মম স্বাগত বক্তব্য রাখেন। এরপর পরিচিতি পর্বে সদস্যরা নিজেদের এবং নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের পরিচয় দেন। সদস্যরা ই-ক্যাবের সাথে তাদের স্মৃতি এবং প্রত্যাশাগুলো তুলে ধরেন। 

ডিনারের পরে, মিটআপের সবচেয়ে আকর্ষণীয় অংশটি অনুষ্ঠিত হয়েছিল - লটারি ড্র। অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে ই-ক্যাবের পরিচালক সাইদুর রহমান মিটআপের স্পন্সর ও গিফট পার্টনারদের পুরস্কার প্রদান করেন। অংশগ্রহণকারী সদস্যরা বাসাবো এলাকায় এই মিটআপ আয়োজন করার জন্য ই-ক্যাবকে ধন্যবাদ জানান এবং বাসাবো এলাকায় একটি বৃহত্তর ই-ক্যাব মিটআপ আয়োজন করার অনুরোধ জানান।

ই-ক্যাব বাসাবো মিটআপের স্পনসর করেছে নিউপোর্ট, এসএসবি লেদার, পাইকারি নিন, টেক্সর্ট, সিটিদোকান এবং আইএক্সপ্রেস। গিফট পার্টনার হিসেবে ছিল স্কাইবাই, চায়নাবাজার, স্টোরিটেলার, বাবুর হাসি, ডিভাস স্টাইল, রিবানা, এসএসবি লেদার, এক্সপ্রেস ইন টাউন এবং কারুকর্ম। বাসাবো মিটআপ প্রসঙ্গে ই-ক্যাব এফ কমার্স এলায়েন্স কো-চেয়ারম্যান খালিদ সাইফুল্লাহ বলেন, বাসাবো, মুগদা, কমলাপুর বা আশপাশের এলাকায় অনেক ই-ক্যাব সদস্য থাকলেও তাদের সঙ্গে এখন পর্যন্ত বড় পরিসরে কোনো মিটআপ বা গেট টুগেদার করা হয়নি।

এই পরিকল্পনা থেকেই, আমরা বাসাবো বিজনেস মিটআপের পরিকল্পনা করি এই আশায় যে এই মিটআপের মাধ্যমে এলাকার এলাকার ই-ক্যাব সদস্যদের মধ্যে নেটওয়ার্কিং আরও বাড়বে হবে এবং বিজনেস অপারচুনিটি তৈরি হবে।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।