দুটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সুপার কমপিউটার নির্মাণে যুক্তরাজ্য ৩০০ মিলিয়ন পাউন্ড বা সাড়ে চার হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। গত বুধবার যুক্তরাজ্যে এআই সিকিউরিটি সামিটে প্রধানমন্ত্রী ঋষি সুনাক এ ঘোষণা দেন। সুপার কমপিউটারটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের গবেষণার সুরক্ষার জন্য ব্যবহার করা হবে। পূর্বে, ‘এআই রিসার্চ রিসোর্স’ খাতে ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডলার বরাদ্দ করা হয়েছিল।
বিনিয়োগের বিষয়ে, ঋষি সুনাক এক্স পোস্টে বলেন "কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মডেলগুলি দ্রুত শক্তি অর্জন করছে।" এআই গবেষকদের হাতে এআইকে নিরাপদ বানানোর টুল তুলে দিতেই এই বিনিয়োগ করেছে যুক্তরাজ্য। ‘ডোওন’ এবং ‘ইজেমবার্ড’ নামে দুটি সুপার কমপিউটার কেমব্রিজে এবং অন্যটি ব্রিস্টলে থাকবে। এনভিডিয়ার দ্বারা তৈরি পাঁচ হাজার এআই চিপ থাকবে।
অন্যদিকে, ডোওনে এ ইন্টেলের তৈরি এক হাজার চিপ থাকবে। এগুলি দেশের বর্তমান পাবলিক এআই কমপিউটিং টুলের চেয়ে ৩০ গুণ বেশি শক্তিশালী হবে। সুপার কমপিউটারটি আগামী বছরের প্রথমার্ধ থেকে চালু হবে। এটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের সেফটি ফিচার পরীক্ষা করা যাবে। এগুলি ছাড়াও, এটি ওষুধ এবং নবায়নযোগ্য শক্তি গবেষণায়ও ব্যবহার করা যেতে পারে।
০ টি মন্তব্য