সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার এবং সাংবাদিকরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে বিশ্বের সামনে গাজার মানুষ কোন পরিস্থিতিতে রয়েছে তা তুলে ধরছেন। পশ্চিমা মিডিয়ার পক্ষপাতিত্বের কারণে, ফিলিস্তিনি ডিজিটাল সামগ্রী নির্মাতাদের অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা দিন দিন বাড়ছে। সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স কোম্পানি সোশ্যাল ব্লেডের দেওয়া তথ্য অনুযায়ী, গত মাসে ফিলিস্তিনি সাংবাদিক প্লেস্তিয়া আলাকাদের ফলোয়ারের সংখ্যা ২১ লাখবেড়েছে।
ডিজিটাল কন্টেন্ট নির্মাতা মোহাম্মদ আবোরজেলার তার অনুসরণকারীর সংখ্যা দুই লাখ ৩০ হাজার বেড়েছে। অনেক গাজাবাসী তাদের দৈনন্দিন জীবন কতটা বিপর্যস্ত হয়েছে তা শেয়ার করছে স্ন্যাপচ্যাটে।
তাদের ভিডিওতে বেকারি, পানির ট্যাঙ্ক, হাসপাতাল ও স্কুলের সামনে মানুষের দুর্ভোগ দেখতে পাচ্ছে বিশ্ব। তবে কয়েকদিন ইন্টারনেট না থাকায় সেটি দেখানো যায়নি। ইন্টারনেটের না থাকার বিষয়ে গাজার বাসিন্দা নুর আশহুর এক্স পোস্টে বলেন, "যতবার ইন্টারনেট আসছে, তখনই পরিচিত কোনো না কোনো মানুষের মৃত্যুর খবর পাচ্ছি।"
০ টি মন্তব্য