৩২টি দেশ স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার আওতায় আসছে। এই স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিচ্ছে ইলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেসএক্সের স্টারলিংক। স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেটে এশিয়া মহাদেশকে
বাদ রেখে আপাতত ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোর জন্য সুখবর দিয়েছে ইলন মাস্ক।
অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা ও নিউজিল্যান্ডের ইন্টারনেট ব্যবহারকারীরা এখনই এই সেবা পাবেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে টুইটারে একটি ম্যাপ শেয়ার করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, ইউরোপ ও উত্তর আমেরিকার বেশিরভাগ দেশ এই সেবার আওতায় আসতে যাচ্ছে। ২০২৩ সাল নাগাদ এসব দেশে স্টারলিংকের ইন্টারনেট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র : বিদেশী ওয়েব সাইট
০ টি মন্তব্য