জাতীয় সংসদ নির্বাচনের দিন কেউ যাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোনো গুজব বা বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য ভোটের দিন ফেসবুক বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন কয়েকজন সচিব।১ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুর আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ প্রস্তাব করা হয়।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ভোটের দিন ফেসবুক বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। তবে বিষয়টি নিয়ে আরও আলোচনা হবে। বৈঠকে উপস্থিত একজন সচিব নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, গুজববাজরা ভোটের দিন ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করে ভোটারদের বিভ্রান্ত করতে পারে।
তাই ওই বৈঠকে কয়েকজন সচিব ফেসবুক বন্ধের সমর্থনে মতামত দিয়েছেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। পিআইডির প্রধান তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়া ফেসবুক বন্ধের বিষয়টি উত্থাপন করলে কয়েকজন সচিব প্রস্তাবে সমর্থন জানান। গত আগস্টে নির্বাচন কমিশন ফেসবুকে জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তি বন্ধ করতে সোশ্যাল মিডিয়ার মূল কোম্পানি মেটা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে।
ভোটের দিন কেউ যাতে অপপ্রচার, বিদ্বেষ, সহিংসতা ও বিশৃঙ্খলা ছড়াতে না পারে সে বিষয়ে আলোচনা করা হয়। এ লক্ষ্যে দুই পক্ষ আরেকটি বৈঠক করার পরিকল্পনা করছে।
নির্বাচনের দিন কি ফেসবুক বন্ধ থাকবে
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
০ টি মন্তব্য