ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আইএসপিএবি নতুন বছরে ঢাকার বনানী ক্লাব সংলগ্ন স্থায়ী ঠিকানায় চলে যাচ্ছে। এই উদ্দেশ্যেই মঙ্গলবার বিকেলে আইএসপিএবি-এর বর্তমান কার্যালয়ে প্লট বিক্রির কমিশনিং সম্পন্ন হয়।
বনানী এফ ব্লকের ওয়েসিস প্লাটিনাম লিভিং ভবনের সম্পূর্ণ ছাদ, ৮ম ও ৯ম তলা এবং নিচের চারটি পার্কিং স্পেস সহ মোট ১০৩৫৯ (৩৪৫৩*৩ফুট) বর্গফুটের একক মালিকানা নিবন্ধিত হয়েছে। আহমেদ অ্যান্ড আহমেদ অ্যাসোসিয়েটসের তত্ত্বাবধানে তেজাগাঁও ভূমি অফিস কর্তৃক মালিকানা হস্তান্তর করা হয়।
উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংক মহাখালী শাখার অপারেশন ম্যানেজার সাইফুল ইসলাম, ডেভেলপার ওসিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হুদা মেহেদী, আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের আইনজীবী আশিকুর রহমান।
আইএসপিএবির পক্ষে মালিকানা চুক্তিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, আইএসপিএবির কোষাধ্যক্ষ আসাদুজ্জামান সুজন। তাদের মধ্যে আইএসপিএবির যুগ্ম মহাসচিব ড. আব্দুল কাইউম রাশেদ, পরিচালক নাছির উদ্দিন এবং সাকিফ আহমেদ উপস্থিত ছিলেন।
সংগঠনের স্থায়ী ঠিকানা সম্পর্কে আইএসপিএবি চেয়ারম্যান ইমদাদুল হক বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সদস্যদের সহায়তায় এখন নিজস্ব স্থায়ী ঠিকানা স্থাপন করতে পেরে খুবই আনন্দের বিষয়। এ কাজে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা পেয়েছি আমার।
১৫ জন আজীবন সদস্য ও ২০ জন ১০ বছরের অগ্রিম চাঁদা দিয়ে এই কাজটিকে সহজ করে তোলে। আগামী দুই মাসের মধ্যে, আমি সদস্যদের সেবা করার জন্য একটি হেল্প ডেস্ক, প্রশিক্ষণ কেন্দ্র এবং রিসার্চ ল্যাব স্থাপন করে একটি স্মার্ট আইএসপিএবি প্রদর্শন করব, ইনশাআল্লাহ। ইতিমধ্যেই ইন্টেরিয়রের কাজ শুরু হয়েছে।
অফিস ছাড়তে বর্তমানে নোটিশ দেওয়া হয়েছে। জানুয়ারিতে ইকেপি ফ্লাটের কাজ শেষ হলেই সেখানে একটি অফিস স্থাপন করা হবে। ফেব্রুয়ারিতে স্থায়ী অফিস স্থাপন সম্পন্ন হবে।
০ টি মন্তব্য