সম্প্রতি পদত্যাগ করা টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে শূন্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী হলেন জুনাইদ আহমেদ পলক। বুধবার (২৯ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। সচিব বলেন, তিনটি মন্ত্রণালয় শূন্য রয়েছে।
সেখানে পরিকল্পনা প্রতিমন্ত্রীর পদ শূন্য থাকায় সেখানে পূর্ণ মন্ত্রী থাকায় কাউকে নতুন দায়িত্ব দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেবিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব চলে যাবে। বর্তমান তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। শীঘ্রই প্রাসঙ্গিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, উপদেষ্টাদের দায়িত্ব কাউকে বণ্টন করা হচ্ছে না। এ ছাড়া মন্ত্রী বলেন, নির্বাচনের আগে মন্ত্রিসভার বৈঠক করা সম্ভব এবং এখন সরকার স্বাভাবিকভাবে চলবে। আমাদের কোনো সমস্যা থাকলে আমরা মন্ত্রিসভা বৈঠকে বসতে বলব। পদত্যাগকারী তিনজন হলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
তারা তিনজনই মন্ত্রিসভা কোটায় টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) স্থান পেয়েছেন। সংবিধান অনুযায়ী মন্ত্রিসভার এক-দশমাংশ সদস্য টেকনোক্র্যাট হিসেবে নিয়োগ পেতে পারেন।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী হলেন জুনাইদ আহমেদ পলক
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
০ টি মন্তব্য