https://gocon.live/

ই-কমার্সের মতো জায়গাতে ডাক বিভাগের অবদান রাখার বিশাল সুযোগ রয়েছে: পলক

ই-কমার্সের মতো জায়গাতে ডাক বিভাগের অবদান রাখার বিশাল সুযোগ রয়েছে: পলক ই-কমার্সের মতো জায়গাতে ডাক বিভাগের অবদান রাখার বিশাল সুযোগ রয়েছে: পলক
 

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে দায়িত্ব পাওয়ার পর আজ প্রথম প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক এমপি ডাক অধিদপ্তরের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় পলক বলেন, ডাক বিভাগ একটি বৈচিত্র্যপূর্ণ বিভাগ যারা অতীত কাল থেকেই দেশের শিল্প, অর্থ, বাণিজ্য এবং লেনদেনভিত্তিক সকল সেবা দিয়ে আসছে।

সরকারের জন্য, জনগণের জন্য যে সেবা ও দায়িত্ব ডাক বিভাগ দিয়ে থাকে সেগুলো নির্বিঘ্নে চলবে। দেশে-বিদেশে যেসব বাণিজ্যিক, আর্থিক, তথ্যভিত্তিক লেনদেন চলছে সেগুলোতে যেন ব্যঘাত না ঘটে। ডাক বিভাগের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটা বিশেষ আবেগ ও দুর্বলতা রয়েছে; সেই আবেগটাকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। 

প্রতিমন্ত্রী বলেন, আমাদের প্রায় ৫ কোটি মানুষ এখনো ব্যাংকিং সেবার আওতার বাইরে আছে তাদেরকে ডাক অধিদপ্তরের ব্যাংকিং সেবার আওয়ায় আনা যেতে পারে। ডাক বিভাগের পোস্ট অফিসের সেবাকে সার্বজনীন করতে হবে যা জনগণের ভবিষ্যত সময়ে কাজে লাগতে পারে।

এমনকি ডাক বিভাগের মাধ্যমে জনগণের পণ্যগুলোকে দেশের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে পৌঁছানোর অটোমেটেড, স্মার্ট ব্যবস্থা করতে হবে। এর মাধ্যমে স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট সরকার ব্যবস্থার পথ তৈরী হবে। আগামী ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের স্মার্ট ডাক বিভাগ কেমন হবে তার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে হবে এবং স্বল্প ও দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করতে হবে।

আমাদের আগামী তরুণ ও স্মার্ট প্রজন্ম এবং শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে ডাক বিভাগের ‘স্মার্ট সেভিংস’ ও অন্যান্য সেবার পরিধি বৃদ্ধি করা যেতে পারে। পলক আরো বলেন, ই-কমার্সের মতো জায়গাতে ডাক বিভাগের অবদান রাখার বিশাল সুযোগ রয়েছে। আমাদের সাড়ে ৮ হাজার ডাকঘরকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে ই-পোস্ট এ পরিণত করা যেতে পারে।

আমেরিকার পোস্ট বিশ্ববাসীকে এমাজন এর মতো ট্রিলিয়ন ডলার কোম্পানি উপহার দিয়েছে এবং যেকোন পণ্য বিশ্বের যেকোন প্রান্তে তাদের দ্বারা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। আমাদেরও এমন ইনোভেটিভ চিন্তা করতে হবে এবং বাংলাদেশ ও জাতিকে উদ্ভাবনী কিছু উপহার দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।