https://gocon.live/

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য বিটিআরসি নতুন এক ইউনিক মডেল তৈরি করবে: পলক

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য বিটিআরসি নতুন এক ইউনিক মডেল তৈরি করবে: পলক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য বিটিআরসি নতুন এক ইউনিক মডেল তৈরি করবে: পলক
 

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে দায়িত্ব পাওয়ার পর আজ প্রথম প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক এমপি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর কার্যক্রম পরিদর্শন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

মতবিনিময় সভায় পলক বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, সাহসিকতা ও দূরদর্শীতার ফলে গত ১৫ বছরে ডিজিটাল বাংলাদেশ সফলভাবে বাস্তবায়নের আমরা আজ সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে, বাংলাদেশ আজ মধ্যম আয়ের উন্নয়নশীল দেশ।

বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বদলে যাওয়া এই বাংলাদেশের ভিত্তিপ্রস্তর ৫০ বছর আগেই স্থাপন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান; ১৯৭৩ সালে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সদস্যপদ নিয়েছিলেন এবং ১৯৭৫ সালে স্যাটেলাইট আর্থ ষ্টেশন স্থাপন করেছিলেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের আজকের এই প্রযুক্তি বিপ্লবের পথে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন সজীব ওয়াজেদ জয়। ১৯৯৮ সালে বঙ্গবন্ধুকন্যা মোবাইল ফোনের মনোপলি ভঙ্গ করে সাধারণ মানুষের হাতে মোবাইল পৌঁছে দিয়েছেন আর জয় ভাই বাংলাদেশকে মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস উৎপাদনকারী দেশে পরিণত করেছেন।

প্রতিমন্ত্রী পলক আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন, সবার কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া, ইলেকট্রনিক ডিভাইস উৎপাদনকারী দেশে পরিণত হওয়া এই সম্পূর্ন বিষয়গুলোতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগ এবং আমাদের আগামী লক্ষ্য ২০৪১ সালের সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও নেতৃত্বস্থানীয় ভূমিকা থাকবে আমাদের।

তাই আমরা চাই আগামী দিনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য বিটিআরসি নতুন একটা উদাহরন ও ইউনিক মডেল তৈরি করবে যেটা পুরো বিশ্বের কাছে অনুকরণীয় হবে। যেটা শুধু নিয়ন্ত্রণকারী নয় বরং সমন্বয়কারী হিসেবে কাজ করবে এবং স্মার্ট ইকোনমি তৈরিতে লিডিং রোল প্লে করবে।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।