বাংলালিংক তাদের ডিজিটাল প্রতিযোগিতা ইনোভেটরসের সপ্তম সিজনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। সোমবার প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ‘অন দি এজ’ দলকে চ্যাম্পিয়ন দল হিসেবে ঘোষণা করা হয়। ফার্স্ট রানার আপ হয় ‘টিম রকেট’ এবং সেকেন্ড রানার আপ হয় ‘ফোর অব আ কাইন্ড’।
বিজয়ী দল দুবাইতে অবস্থিত এবং বাংলালিংক দ্বারা স্পনসরকৃত বাংলালিংকের মূল কোম্পানি ভিওনের কার্যালয় পরিদর্শনের সুযোগ পাবে। শীর্ষ তিন দলের সকল সদস্য বাংলালিংকের ফ্ল্যাগশিপ স্ট্র্যাটেজিক অ্যাসিস্ট্যান্ট প্রগ্রামে অংশগ্রহণ করতে পারবে।
এর পাশাপাশি, সেরা পাঁচটি দলের সকল প্রতিযোগী বাংলালিংকের অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে। ইভেন্টের মূল উদ্দেশ্য হল তরুণদের সৃজনশীলতা এবং উদ্ভাবনের ক্ষমতা বিকাশে সাহায্য করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করতে উত্সাহিত করা।
বাংলালিংক ইনোভেটরসের সপ্তম আসরের বিজয়ী ‘অন দি এজ’
বাংলালিংক ইনোভেটরসের সপ্তম আসরের বিজয়ী ‘অন দি এজ’
কমপিউটার জগৎ রিপোর্ট৪৯১৫ টি প্রবন্ধ
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








.png)


০ টি মন্তব্য